মধ্যপ্রদেশের ধর জেলার এই মর্মান্তিক ঘটনার জন্য দায়ী চিনা মাঞ্জা। অত্যন্ত সরু সুতোর এই মাঞ্জা বেশিরভাগ সময় খালি চোখে দেখা যায় না। আর সেই মাঞ্জাই বাবার বাইকের সামনে বসে থাকা ৭ বছরের ছোট্ট শিশুটির গলায় আটকে যায়। তত্ক্ষণাত্ রক্তপাত শুরু হয় বাচ্চাটির। হঠাত্ করে ছেলের কি হয়েছে, শুরুতে বুঝেই উঠতে পারেন নি হতভাগ্য বাবা।
advertisement
আরও পড়ুন: কান ছিঁড়ে নিল, টেপ দিয়ে বাঁধল হাত পা! এ কী করল ডেলিভারি বয়, শিউরে ওঠার মতো কাণ্ড
ছেলের গলায় এত রক্ত দেখে তিনি অজ্ঞান হয়ে যান। পরে সন্তানকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়ার পর বাচ্চাটির শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সেখানকার চিকিত্সকরা তাকে ভোজ হাসপাতালে রেফার করে। যদিও শেষ পর্যন্তও বাঁচানো যায়নি বাচ্চাটিকে।
বাচ্চাটির মৃত্যুর খবর তাঁর বাড়িতে পৌঁছলেই শোরগোল পড়ে যায়। তার মা শীতল চৌহান অজ্ঞান হয়ে পড়েন। ঘটনায় পুরো এলাকা জুড়ে অশান্তিকর পরিস্থিতির সৃষ্টি হয়। ১৫ জানুয়ারি নগরীর হাটোয়ারা মোড় অবরোধ করেন পরিবারের সদস্যরা। বর্তমানে প্রশাসনিক তত্পরতায় পরিস্থিতি স্বাভাবিক।