Loot Case: কান ছিঁড়ে নিল, টেপ দিয়ে বাঁধল হাত পা! এ কী করল ডেলিভারি বয়, শিউরে ওঠার মতো কাণ্ড

Last Updated:

পার্সেল দেওয়ার অজুহাতে ঘরে ঢুকে ছিনতাই ঘটাল দুই ব‍্যক্তি।

কান ছিঁড়ে নিল, টেপ দিয়ে বাঁধল হাত পা! এ কী করল ডেলিভারি বয়, শিউরে ওঠার মতো কাণ্ড
কান ছিঁড়ে নিল, টেপ দিয়ে বাঁধল হাত পা! এ কী করল ডেলিভারি বয়, শিউরে ওঠার মতো কাণ্ড
হরিয়াণা: পার্সেল দেওয়ার অজুহাতে ঘরে ঢুকে ছিনতাই ঘটাল দুই ব‍্যক্তি। শিউরে ওঠার মতো এই ঘটনা ঘটেছে হরিয়ানায়। ঘরের বাসিন্দা দুই বৃদ্ধ-বৃদ্ধা। অভিযোগ বৃদ্ধের হাত, পা বেঁধে সমস্ত কিছু লুটপাট চালায় দুই দুষ্কৃতি।
ঘটনার খবর পেয়ে সেক্টর ২০ থানার পুলিশ, ক্রাইম ব্রাঞ্চ ও ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনার তদন্ত করে। ঘটনার সময় সিসিটিভি রুমে অভিযুক্তদের ছবি ধরা পড়েছে। জানা গিয়েছে, দুষ্কৃতিরা স্বর্ণালংকার ও নগদ ৪ হাজার টাকা লুট করে পালিয়ে যায়।
advertisement
advertisement
সূত্রের খবর অনুযায়ী, সেক্টর-২০ গ্রুপ হাউজিং সোসাইটির ৩৩ নম্বর বাসিন্দা বিনয় কক্কর জানান, রাত ৮টার দিকে তিনি ও তাঁর স্ত্রী বাড়িতে ছিলেন। বিনয় কক্করের স্ত্রী দরজা খুলতে যান। কিন্তু তিনি খুলতে না পারায় তাঁর স্বামী দরজা খোলেন।
দরজা খুলে জালের দরজা দিয়ে বৃদ্ধ বিনয় কক্কর জানান, অভিযুক্ত জানায় যে সে তাঁদের পার্সেল নিয়ে এসেছে। বিনয় কক্কর জালের দরজা খুলে পার্সেলের দিকে তাকাতে শুরু করলেই অভিযুক্তরা ভিতরে ঢুকে হাত দিয়ে মুখ ঢেকে ফেলে। এরপর অভিযুক্তরা তাকে মেঝেতে ফেলে হাত-পা টেপ দিয়ে বেঁধে ফেলে। দ্বিতীয় অভিযুক্ত তার স্ত্রীকে ছুরি দেখিয়ে স্ত্রীকে চেয়ারে বসিয়ে দেয়। এরপর অভিযুক্তরা তাদের অন্য ঘরে নিয়ে যায় এবং নগদ টাকা ও গয়না দিতে বলে।
advertisement
অভিযুক্তরা অভিযোগকারীর স্ত্রীর কান থেকে জোর করে সোনার দুল খুলে ফেললে, বৃদ্ধার দুই কান থেকে রক্ত পড়তে থাকে। এরপর বৃদ্ধা তাঁর স্বামীকে টেপের মোড়ক খুলে প্রতিবেশীদের জানান। পরে পুলিশের কাছে এই খবর জানানো হয়।
এর ঠিক পরপরই পুলিশকে খবর দেওয়া হয়। বৃদ্ধা জানান, অভিযুক্ত দুজনেরই মুখ ঢেকে রাখা ছিল এবং তাদের তৃতীয় সহযোগী কিছু দূর একটি মোটরসাইকেলে তাদের জন্য অপেক্ষা করছিল। এরপর মোটরসাইকেলে করে তিন আসামি পালিয়ে যায়। বর্তমানে খবর পেয়ে পুলিশ ও ক্রাইম ব্রাঞ্চের দল ঘটনাস্থলে পৌঁছে ঘটনাস্থল তদন্ত করছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Loot Case: কান ছিঁড়ে নিল, টেপ দিয়ে বাঁধল হাত পা! এ কী করল ডেলিভারি বয়, শিউরে ওঠার মতো কাণ্ড
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement