মধ্যপ্রদেশের সাতনা ও কাটনি সীমান্ত থেকে ৩০০ কিলোমিটার প্রয়াগরাজ পর্যন্ত মহাকুম্ভে আসা ভক্তদের ট্রেন চলাচল অব্যাহত। প্রচণ্ড জ্যামের পরিপ্রেক্ষিতে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব একটি বিশেষ আবেদন করেছেন। এরপরও চারদিকে জ্যাম।
আরও পড়ুনঃ বাড়ির তুলসি গাছ দু-দিন পর পরই শুকিয়ে যাচ্ছে? জাস্ট ২ মিনিটে মুশকিল আসান! নতুন সবুজ পাতায় ছেয়ে যাবে
advertisement
দু’দিন আগেই প্রয়াগরাজ সঙ্গমে এসেছিলেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব। নিজের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ভক্তদের উদ্দেশে আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রী লেখেন, প্রয়াগরাজে মহাকুম্ভ ২০২৫-এ অংশ নিতে যাওয়া রাজ্য এবং অন্যান্য রাজ্য থেকে বিপুল সংখ্যক ভক্তকে চাকঘাট রেওয়া থেকে জব্বলপুর, কাটনি এবং শিবনী জেলায় অবরুদ্ধ হয়ে পড়েছেন। বেশিরভাগ যানবাহনেই রয়েছেন নারী, বৃদ্ধ এবং শিশুরা। মুখ্যমন্ত্রী এই জেলাগুলির প্রশাসন এবং নগর সংস্থার আধিকারিকদের অবিলম্বে ভক্ত-সহ সমস্ত ক্ষতিগ্রস্থ মানুষের জন্য খাবার, জল, শৌচাগার এবং অন্যান্য নাগরিক সুযোগ-সুবিধার মতো প্রাথমিক সুযোগ-সুবিধার ব্যবস্থা করার নির্দেশ দিয়েছেন। একইসঙ্গে প্রশাসন ব্যবস্থাকে সহজ করতে পুণ্যার্থী ও নাগরিকদের সহযোগিতার আবেদন জানিয়েছেন মোহন যাদব।
আরও পড়ুনঃ ক্যালসিয়াম, ম্যাগনেশিয়ামের খনি এই সবজি! চাঙ্গা রাখে কিডনি-লিভার, শুধু জানুন কীভাবে খাবেন
মহাকুম্ভ ২০২৫-এর ব্যবস্থাপনা প্রয়াগরাজের স্থানীয় বাসিন্দারা আজীবন মনে রাখবেন। একইসঙ্গে দেশের মানুষ এই সাংঘাতিক জ্যামের কথা কখনও ভুলবেন না। কারণ প্রয়াগরাজের স্থানীয় মানুষ স্কুল, হাসপাতাল বা প্রয়োজনীয় পরিষেবার সুবিধা নিতে পারছেন না। একইসঙ্গে এখানে আসা ভক্তদের কেউই সময়মতো প্রয়াগরাজ সঙ্গমে পৌঁছতে পারছেন না। একইসঙ্গে ১০ ঘণ্টায়ও ২ কিলোমিটারের দূরত্ব অতিক্রম করা যাচ্ছে না।
প্রয়াগরাজ মহাকুম্ভে আশা ভক্তরা ফিরতে শুরু করেছেন। দিল্লি ও কানপুর থেকে আসা রাস্তাটি ইতিমধ্যে ৩০ কিলোমিটার জ্যামে আটকে ছিল। মধ্যপ্রদেশ থেকে আসা রাস্তায় জ্যাম থেকে বেরোতে পারছে না কোনও গাড়ি। বেনারস থেকে আসা ভক্তদের ক্ষেত্রেও একই অবস্থা। এমন পরিস্থিতিতে প্রয়াগরাজ মহাকুম্ভ যাওয়ার সব রাস্তায় জ্যামে জর্জরিত।