মহিলাদের পুলিশের সঙ্গে অপ্রীতিকর আচরণের ভিডিয়ো ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। ভিডিয়োতে দেখা গিয়েছে কয়েক জন মহিলা মিলে কয়েক জন পুলিশকর্মীর সঙ্গে দুর্ব্যবহার করছেন। সেই সময় মহিলাদের থামাতে হাজির হন মহিলা পুলিশকর্মীও। মহিলাদের থামানো যায়নি, উল্টে তাঁদের হাতেই আক্রান্ত হন পুলিশকর্মীরা।
আরও পড়ুন: নতুন ফর্ম্যাটে হতে চলেছে এ বারের টি২০ বিশ্বকাপ, কোন দল ক’টি ম্যাচ খেলবে?
advertisement
পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের বিরারে একটি পাবের বাইরে ঝামেলায় জড়িয়ে পড়েন দু’দল মহিলা। সেই ঝামেলা থামাতে হাজির হন কয়েক জন পুলিশ কর্মী। তাঁরা প্রথমে মত্ত মহিলাদের বোঝানোর চেষ্টা করেন। অভিযোগ, তার পরে সেই মহিলারা পুলিশকর্মীদের কথা তো শোনেনইনি উল্টে পুলিশকর্মীদের মারধর করেন। এই ঘটনায় পুলিশ তিন জন মহিলাকে গ্রেফতার করেছে। পুলিশকে হেনস্থার জন্য অভিযুক্ত তিন মহিলার বিরুদ্ধে ৩৫৩, ৩২৩, ৩৩২, ৩২৫, ৫০৪ এবং ৫০৬ ধারায় মামলা দায়ের হয়েছে। পুলিশের অভিযোগ, মহিলাদের হাতে আক্রান্ত হয়েছেন মহিলা পুলিশকর্মীও, সেই সঙ্গে প্রত্যেকেই মত্ত অবস্থায় ছিলেন। সমাজমাধ্যমে ভাইরাল হয়েছে মহিলাদের ভিডিয়ো।