আরও পড়ুন- অবিশ্বাস্য ফুটেজ! ঘুমন্ত স্ত্রীকে ট্রেনের সামনে ধাক্কা দিয়ে ফেলে দিলেন স্বামী
মৃতের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন সংস্কৃতিমন্ত্রী সুধীর মুনগান্টিওয়ার। করোনা মহামারীর ২ বছর পর এবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়েই পালিত হচ্ছিল দহি হাণ্ডি উৎসব। সন্দেশ দলভি ভিলেপার্লে পূর্বের শিবশম্ভো গোবিন্দ স্কোয়াডের সদস্য ছিলেন। দহিহাণ্ডির শিখর তৈরি করতে গিয়ে সাত নম্বর ধাপ থেকে পড়ে যান সন্দেশ দলভি। মাটিতে পড়ে গুরুতর আহত হন সন্দেশ। তাঁকে দ্রুত নানাবতী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসায় অবশ্য শেষ রক্ষা হয়নি। প্রাণ হারান সন্দেশ।
advertisement
আরও পড়ুন- টমেটো কেচাপে ভেস্তে গেল সুপারি হত্যা! স্বামীকে মারতে চেয়ে গুণ্ডাসহ হাজতে স্ত্রী
চলতি দহি হাণ্ডি উৎসবে মুম্বই এবং থানে মিলিয়ে মোট ১৭০ জন গোবিন্দ আহত হয়েছেন। এই ১৭০ জনের মধ্যে, মুম্বইয়ে গোবিন্দের সংখ্যা সবচেয়ে বেশি। মুম্বাইয়ে মোট ১৩৭ জন আহত হয়েছেন। থানেতে ৩৭ জন আহত হয়েছেন।