Tomato Ketchup Supari Killing: টমেটো কেচাপে ভেস্তে গেল সুপারি হত্যা! স্বামীকে মারতে চেয়ে গুণ্ডাদের সঙ্গে হাজতে স্ত্রী

Last Updated:

Supari Killing: পার্টিতে নেশা করে নবীন মাতাল হয়ে শুয়ে পড়লে গুণ্ডারা তাঁর শরীরে টমেটো কেচাপ লাগিয়ে দেয় এবং তাঁর ছবি তুলে স্ত্রী অনুপল্লবী এবং তাঁর প্রেমিক হিমবন্তকে পাঠায়।

অনুপল্লবী ও তাঁর প্রেমিক গুণ্ডাদের অগ্রিম ৯০ হাজার টাকা দিয়েছিল
অনুপল্লবী ও তাঁর প্রেমিক গুণ্ডাদের অগ্রিম ৯০ হাজার টাকা দিয়েছিল
স্বামীকে অপহরণ করে হত্যার জন্য তিন গুণ্ডাকে ‘সুপারি’ দিয়েছিলেন এক স্ত্রী। ভেবেছিলেন সুপারি দিয়ে খুন করিয়ে এই বিপজ্জনক পরিকল্পনা একেবারে ছবির মতোই ছক কষে বাস্তব করতে পারবেন, তবে বিধি বাম! সুপারি নেওয়া গুণ্ডারা মহিলার স্বামীকে অপহরণ করে ঠিকই, কিন্তু খুনের বদলে স্বামীর সঙ্গে বন্ধুত্ব পাতিয়ে ফেলে! যাকে খুন করার কথা, সেই স্বামীর সঙ্গে জমিয়ে হইহই পার্টি করে তারা। অপহৃত স্বামীর শরীরে টমেটো কেচাপ লাগিয়ে তাঁকে শুইয়ে ছবি তোলে। তারপর সেই ছবি ওই মহিলার কাছে পাঠিয়ে গুণ্ডারা জানায়, কাজ শেষ, কথামতোই স্বামীকে খুন করার কাজ সেরে ফেলেছে তারা। সূত্রের খবর, পুলিশ অনুপল্লবী নামের ওই মহিলাকে গ্রেপ্তার করেছে। এছাড়া মহিলার মা আম্মোজাম্মাকেও গ্রেফতার করা হয়েছে।
অপহরণ ও খুনের জন্য সুপারি নেওয়া দুষ্কৃতী হরিশ, নাগারাজু এবং মুগিলানকেও গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, হিমবন্ত কুমারের সঙ্গে অনুপল্লবীর বিবাহবহির্ভূত সম্পর্ক ছিল। মহিলার স্বামী নবীন কুমারকে মেরে ফেলার জন্য দুজনেই কয়েকজন গুণ্ডাকে ভাড়া করে। অনুপল্লবী ও তাঁর প্রেমিক গুণ্ডাদের অগ্রিম ৯০ হাজার টাকা দিয়েছিল এবং কাজ শেষ হলে ১.১ লাখ টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল। নবীনকে ২৩ জুলাই অপহরণ করে গুণ্ডারা তামিলনাড়ুতে নিয়ে যায় বলে অভিযোগ। কিন্তু সেখানে গুণ্ডাদের মন পরিবর্তন হয়, নবীনকে হত্যা না করে তাঁর সঙ্গে জমিয়ে মজা করে, পার্টি করে সময় কাটায় দুষ্কৃতীরা।
advertisement
advertisement
পার্টিতে নেশা করে নবীন মাতাল হয়ে শুয়ে পড়লে গুণ্ডারা তাঁর শরীরে টমেটো কেচাপ লাগিয়ে দেয় এবং তাঁর ছবি তুলে স্ত্রী অনুপল্লবী এবং তাঁর প্রেমিক হিমবন্তকে পাঠায়। এসব ছবি দেখে আতঙ্কিত হয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন প্রেমিক হিমবন্ত। অন্যদিকে, নবীনের বোন ভেবেছিলেন দাদা নিখোঁজ এবং বেঙ্গালুরুর পেনিয়া থানায় একটি মামলাও দায়ের করেন। কিন্তু নবীন নিজেই ঘরে ফিরে আসেন ৬ অগাস্ট।
advertisement
পুলিশ নবীনকে জিজ্ঞাসা করে, এত দিন কোথায় ছিলেন তিনি। নবীন জানান, তাঁকে অপহরণ করা হয়েছিল, যার জন্য হিমবন্ত গুণ্ডাদের সুপারি দিয়েছিলেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে নবীনের স্ত্রী অনুপল্লবী এবং তার মা’ও এর সঙ্গে জড়িত। মা-মেয়ে ও তিন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ।
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Tomato Ketchup Supari Killing: টমেটো কেচাপে ভেস্তে গেল সুপারি হত্যা! স্বামীকে মারতে চেয়ে গুণ্ডাদের সঙ্গে হাজতে স্ত্রী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement