Patna Bureaucrat Thrashes Job Aspirant: হাতে ধরা জাতীয় পতাকা, চাকরিপ্রার্থীকে রাস্তায় ফেলে মার সরকারি আমলার! ভাইরাল ভিডিও

Last Updated:

Patna Primary Teacher Recruitment Issue: আন্দোলনরত প্রার্থীরা জানান, তাঁরা ২০১৯ সাল থেকে নিয়োগের জন্য অপেক্ষা করছেন। গত ৩ বছর ধরে সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে

বিক্ষোভকারীদের মধ্যে CTET, BTET উত্তীর্ণ প্রার্থীরাও ছিলেন
বিক্ষোভকারীদের মধ্যে CTET, BTET উত্তীর্ণ প্রার্থীরাও ছিলেন
#পটনা: শিক্ষকপদে নিয়োগে বিলম্বের প্রতিবাদে বিক্ষোভ দেখাচ্ছিলেন শত শত চাকরিপ্রার্থী। সোমবার বিহারের রাজধানী পটনায় পুলিশ ব্যাপক লাঠিচার্জ করে এই চাকরিপ্রার্থীদের। এই বিক্ষোভের একটি ভিডিও ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে একজন সরকারি আমলা একজন প্রতিবাদকারীকে মাটিতে ফেলে মারছেন।
পটনার ডাক বাংলা চৌরাহায় বিক্ষোভ চলছিল। ভিডিওতে দেখা গিয়েছে, হাতে জাতীয় পতাকা ধরে মাটিতে পড়ে আছেন এক বিক্ষোভকারী। পটনার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কে কে সিং কে সেই অবস্থাতেই পেটাচ্ছেন ওই চাকরিপ্রার্থীকে। পরে পুলিশ পতাকাটিও ছিনিয়ে নেয়।
advertisement
advertisement
ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ বাহিনী উপস্থিত ছিল এবং বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে জলকামানও ব্যবহার করে পুলিশ। প্রাথমিকে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি জারির দাবিতে এই বিক্ষোভ চলছিল। বিক্ষোভকারীদের মধ্যে CTET, BTET উত্তীর্ণ প্রার্থীরাও ছিলেন।
আন্দোলনরত প্রার্থীরা জানান, তাঁরা ২০১৯ সাল থেকে নিয়োগের জন্য অপেক্ষা করছেন। গত ৩ বছর ধরে সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে বলে আন্দোলনকারীরা জানিয়েছেন। এক বিক্ষোভকারী বলেন, “সরকার গঠনের আগে আরজেডি নেতা তেজস্বী যাদব বলতেন প্রথম মন্ত্রিসভায় নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। কিন্তু এখনও পর্যন্ত কিছুই হয়নি।”আন্দোলনরত প্রার্থীরা জানান, তাঁরা ২০১৯ সাল থেকে নিয়োগের জন্য অপেক্ষা করছেন। গত ৩ বছর ধরে সরকারের পক্ষ থেকে শুধু আশ্বাসই দেওয়া হয়েছে
advertisement
advertisement
অন্যদিকে, বিজেপি এই ঘটনার জন্য নবগঠিত জেডিইউ-আরজেডি সরকারের তীব্র নিন্দা করেছে। “নীতীশ কুমার ২০ লক্ষ চাকরি দেওয়ার কথা বলেছিলেন, পাটনায় আজ তাঁরই পুলিশ বিক্ষোভকারী শিক্ষক প্রার্থীকে অমানবিকভাবে মারধর করেছে। বিহার সরকার এবং তার কর্মকর্তারা কেবল শিক্ষকের মুখই রক্তাক্ত করেনি, তেরঙ্গারও অবমাননাও করেছে। এটাই জেডিইউ-আরজেডি সরকারের আসল চেহারা,” ট্যুইটে বলেছেন বিজেপি আইটি সেলের প্রধান অমিত মালব্য।
বাংলা খবর/ খবর/দেশ/
Patna Bureaucrat Thrashes Job Aspirant: হাতে ধরা জাতীয় পতাকা, চাকরিপ্রার্থীকে রাস্তায় ফেলে মার সরকারি আমলার! ভাইরাল ভিডিও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement