এলাকায় খোঁজ চালানোর পর এক বাজরার জমিতে নগ্ন অবস্থায় পাওয়া যায় তার মৃতদেহ ৷ মেয়েটিকে ধর্ষণ করেই খুন করা হয়েছে বলেই অভিযোগ কিশোরীর পরিবারের ৷ জানা গিয়েছে, ইতিমধ্যে ঘটনার তদন্তে নেমেছে ১০ জন পুলিশের একটি দল ৷ ঘটনার তদন্তে নেমেছে আরও কিছু তদন্তকারী দল ৷
আরও পড়ুন : তোতলামি করায় বিপত্তি, ছুড়ির কোপে খুন হল এক দশম শ্রেনীর পড়ুয়া
এই ঘটনায় তীব্র সমালোচনার মুখে পড়তে হয়েছে যোগী সরকারকে ৷ ঘটনার প্রতিবাদে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছেন বিভিন্ন বিরোধীরা ৷
কংগ্রেসের পক্ষ থেকে " উত্তর প্রদেশে জঙ্গল রাজ চলবে না" বলে একটি পোস্ট করা হয়েছে সোশ্যাল মিডিয়ায় ৷
আরও পড়ুন : এবার চিনকে টেক্কা দিতে পারে ভারত! আসছে গতিশক্তি প্ল্যান
"মেয়েটির দেহ নিয়ে পালাতে চেয়েছিল পুলিশ" এমনও দাবি করা হয়েছে কংগ্রেসের পক্ষ থেকে ৷অবশ্য দেহে কোনও ক্ষত চিহ্ন পাওয়া যায়নি বলে জানিয়েছেন আউরিয়া থানার পুলিশ ৷ মৃত কিশোরীর অটোপসির জন্য একটি মেডিকেল টিমও গঠন করা হয়েছে বলে জানা গিয়েছে ৷