আরও খবর: রোদের মধ্যে বেরোতে হচ্ছে, মাথায় পরতে পারেন এসি হেলমেট, কোথায় পাওয়া যাবে?
কী হয়েছিল ১৬ বছর আগে? ২০০৭ সালে ১২ বছর বয়সি দেবানন্দকে সাপে কামড়ানোর পরে ছেলেকে নিয়ে মহাত্মা গান্ধি মিশন হাসপাতালে হাজির হন পরশুরাম। সন্তানকে বাঁচানোর জন্য় অনেক চেষ্টার পরেও প্রাণ যায় ছেলেকে বাঁচাতে পারেননি পরশুরাম। তার পরেই চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে ক্রেতা সুরক্ষা আদালতের দ্বারস্থ হন পরশুরাম।
advertisement
আরও খবর: তিন বছর পরে ধরে ভারতে আটকে বাংলাদেশি শিশু, অবশেষে ফিরল দেশে
অবশেষে জাতীয় ক্রেতা সুরক্ষা আদালতের নির্দেশে মিলল স্বস্তি। ১০ লক্ষ টাকা জরিমানার নির্দেশ দেওয়া হল হাসপাতালকে। ওই ব্য়ক্তির অভিযোগ অনুযায়ী, হাসপাতালে আক্রান্ত ছেলেকে নিয়ে যাওয়ার পরে চিকিৎসক শিনু গুপ্তা পরামর্শ দেন ছেলেকে সরকারি হাসপাতালে নিয়ে যেতে। কারণ সেই চিকিৎসকের ধারণা ছিল বেসরকারি হাসপাতালে চিকিৎসার খরচ সামলাতে পারবেন না পরশুরাম। যদিও অনেক অনুরোধের পরেও চিকিৎসক আক্রান্ত শিশুটির চিকিৎসা না শুরু করে আরও টাকা জমা দেওয়ার নির্দেশ দেন। তার পরে রাত সাড়ে ৮টা নাগাদ শিশুটি মারা যায়। অবশেষে সুবিচার পেলেন পরশুরাম।