TRENDING:

Brutal CCTV Footage: আছড়ে ফেলল মাটিতে, কামড়ে ফালা ফালা ১৫ মাসের শিশুর শরীর! ডে কেয়ারের মহিলা কর্মীর ভয়ঙ্কর আচরণ, সিসি ক্যামেরার ফুটেজ ভয় ধরাবে

Last Updated:

Brutal CCTV Footage: ১৫ মাসের শিশুকে আঘাত ও কামড়ানোর অভিযোগ উঠল নয়ডার এক ডে কেয়ার কর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, এরপরই ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নয়ডা: ১৫ মাসের শিশুকে আঘাত ও কামড়ানোর অভিযোগ উঠল নয়ডার এক ডে কেয়ার কর্মীর বিরুদ্ধে। গোটা ঘটনাটি সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছে, এরপরই ওই মহিলাকে গ্রেফতার করা হয়েছে। সিসি ক্যামেরায় স্পষ্ট দেখা যায়, শিশুটিকে কোলে নিয়ে হাঁটছেন ওই ডে-কেয়ারকর্মী, তার ঠিক কিছুক্ষণ পর দেখা যায় তিনি শিশুটিকে মাটিতে ফেলে দিয়েছেন। ক্যামেরায় ওই মহিলাকে শিশুটির পিঠে চড় মারতেও দেখা যায়। শুধু তাই নয়, শিশুটির গায়ে কামড়ের দাগও পাওয়া গিয়েছে, যা তার শারীরিক ক্ষতির প্রমাণ।
সিসি ক্যামেরার ফুটেজ
সিসি ক্যামেরার ফুটেজ
advertisement

পুলিশ জানিয়েছে, বিষয়টি দেখার পরই শিশুর বাবা-মা থানায় অভিযোগ দায়ের করেন। এরপরই অভিযুক্ত মহিলাকে গ্রেফতার করে মামলার তদন্ত শুরু হয়েছে। শিশুটির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছিল, যা আঘাতের বিষয়টি নিশ্চিত করেছে। এই ঘটনা ডে কেয়ার প্রতিষ্ঠানগুলোর নজরদারি ও নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন উঠতে শুরু করেছে। একটি শিশুর নিরাপদ ও প্রেমময় পরিবেশ প্রয়োজন, কিন্তু সেখানে তাকে শারীরিক নির্যাতনের শিকার হতে হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ কলকাতার কাছেই কাপল ফ্রেন্ডলি ‘৫’ অপরূপ জায়গা, দিগন্ত বিস্তৃত জলরাশি, নৌকাবিহার কী নেই! সপ্তাহান্তে ঘুরে আসুন

আরও পড়ুনঃ ১৫ অগাস্টের লং উইকেন্ডে বাঁকুড়া যাওয়ার প্ল্যান রয়েছে? ঘুরে আসুন এই ‘৭’ অফবিট লোকেশনে, মনে হবে বিদেশে পৌঁছে গিয়েছেন

পুলিশ জানিয়েছে, তদন্তের পর চার্জ গঠন করা হবে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পাশাপাশি অন্যান্য ডে কেয়ার সেন্টারের নিরাপত্তা ব্যবস্থাও খতিয়ে দেখতে শুরু করেছে প্রশাসন। যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। অভিভাবক ও সমাজকে শিশুদের সুরক্ষা সম্পর্কে সচেতন হতে এবং এই জাতীয় বিষয়গুলি উপেক্ষা না করার জন্য আবেদন করা হচ্ছে। ব্যাকগ্রাউন্ড চেক এবং সমস্ত শিশু যত্ন কর্মীদের নিয়মিত পর্যবেক্ষণ প্রয়োজন। এই ঘটনাটি সমাজের জন্য একটি গুরুতর সতর্কবার্তা যে শিশুদের সুরক্ষার প্রতি অবহেলা সহ্য করা হবে না। প্রতিটি শিশু যাতে নিরাপদে ও মর্যাদার সঙ্গে বেড়ে উঠতে পারে সেজন্য সরকার ও প্রশাসনকেও কঠোর পদক্ষেপ নিতে হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দেশ/
Brutal CCTV Footage: আছড়ে ফেলল মাটিতে, কামড়ে ফালা ফালা ১৫ মাসের শিশুর শরীর! ডে কেয়ারের মহিলা কর্মীর ভয়ঙ্কর আচরণ, সিসি ক্যামেরার ফুটেজ ভয় ধরাবে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল