আরও পড়ুনঃ হুগলিতে পা রাখলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার, ভিড় সামালতে বিশাল পুলিশ
এক বউমাকে নির্দেশ দিচ্ছেন দক্ষিণ দিকে প্রচারে যেতে অন্যদিকে ছোট বউমাকে নির্দেশ দিচ্ছেন উত্তরদিকে যেতে। গ্রামের মানুষেরা দুই জায়ের ভোটের লড়াই দেখে আনন্দে মেতেছেন। গ্রামবাসীরা মজার সুরে বলছেন একই পরিবারের দুই জায়ের মধ্যে একজন জিতবে। আর যেই জিতুক আমরা আনন্দ করব। দুই জায়ের ভোটে জেতার ব্যাপারে প্রশ্ন করা হলে বড়জা বিজেপি প্রার্থী বাসন্তী বাড়ুই বলেন “আমার জেতা আসন এবং যেভাবে আমি গ্রামের মানুষের কাজ করেছি গ্রামের মানুষেরা আমাকে এ বছর দ্বিগুণ ভোটে জয়লাভ করাবেন। গুরুজনরা আমাকে সেই আশীর্বাদ করছেন ।”
advertisement
আরও পড়ুনঃ ‘এখন অভিনেত্রীকেও ED ডাকছে, তৃণমূলের অবস্থা বুঝুন’, সায়নীকে টেনে ভোটপ্রচারে বাউন্সার মীনাক্ষীর!
পাশাপাশি তিনি বলেন পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ হয়েছে বিজেপি প্রার্থীরা এই বুথ থেকে। সেই জন্য তিনিও আশাবাদী এবছর দ্বিগুণ ভোটে জিতবেন। অন্যদিকে ছোট যা প্রিয়াঙ্কা মন্ডল তিনিও জেতার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমিও গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে প্রচার করছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরছি।’ তাঁর বিশ্বাস উন্নয়নে খতিয়ান দেখে তাঁকেই ভোট দিয়ে জয়লাভ করাবেন জনগন। এখন দেখার বিষয় ভোটের লড়াই কে জেতেন। শাশুড়ি মাকে সুষমা বারুই বলেন, ‘দুই বৌমার প্রতি আমার আশীর্বাদ রয়েছে । যেই জিতুক আমার পরিবারের এক বৌমা জিতবেই তখন তাঁকে আমি জয়ী হওয়ার জন্য আশীর্বাদ করব।’
Mainak Debnath