TRENDING:

WB Panchayat Election 2023: দুই বৌমা দুই দলের প্রার্থী, শাশুড়ির আশীর্বাদ দু'জনকেই! কিন্তু ভোট কার কপালে?

Last Updated:

WB Panchayat Election 2023: নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের তারকনগর সুকান্তপল্লী গ্রামের ১০৯ নম্বর বুথে এবার জমেছে জায়ে-জায়ে ভোটের লড়াই। একই পরিবারের দুই জায়ের মধ্যে ভোটের লড়াই।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কৃষ্ণগঞ্জ: দুই জায়ের জমজমাট ভোটের লড়াই। নদিয়ার কৃষ্ণগঞ্জের শিবনিবাস গ্রাম পঞ্চায়েতের তারকনগর সুকান্তপল্লী গ্রামের ১০৯ নম্বর বুথে এবার জমেছে জায়ে-জায়ে ভোটের লড়াই। একই পরিবারের দুই জায়ের মধ্যে ভোটের লড়াই। দুইজা একই সুরে বলছেন সম্পর্ক সম্পর্কের জায়গায় ভোটের লড়াই ময়দানে। পরিবারের সম্পর্ক পরিবারেই থাকবে ভোটের ময়দানে থাকবে শুধু রাজনৈতিক সম্পর্ক । বড়জা বাসন্তী বাড়ুই বিজেপি প্রার্থী। গত পঞ্চায়েত নির্বাচনে এই বুথ থেকে ২০০ বেশি ভোটে জিতে ছিলেন। এবছর একই পরিবারের ছোট যা প্রিয়াঙ্কা বারুই তৃণমূলের প্রার্থী। দুই জা বাড়িতে একসঙ্গে রান্নাবান্নার কাজ সেরে শাশুড়ি মাকে প্রণাম করে ভোটের প্রচারে বেরোচ্ছেন । শাশুড়ি মা দুই বৌমাকেই মাথায় হাত দিয়ে আশীর্বাদ করছেন । কিন্তু প্রশ্ন হল ভোট দেবেন কাকে?
advertisement

আরও পড়ুনঃ হুগলিতে পা রাখলেন বিশ্বকাপ জয়ী আর্জেন্টিনার গোলকিপার, ভিড় সামালতে বিশাল পুলিশ

এক বউমাকে নির্দেশ দিচ্ছেন দক্ষিণ দিকে প্রচারে যেতে অন্যদিকে ছোট বউমাকে নির্দেশ দিচ্ছেন উত্তরদিকে যেতে। গ্রামের মানুষেরা দুই জায়ের ভোটের লড়াই দেখে আনন্দে মেতেছেন। গ্রামবাসীরা মজার সুরে বলছেন একই পরিবারের দুই জায়ের মধ্যে একজন জিতবে। আর যেই জিতুক আমরা আনন্দ করব। দুই জায়ের ভোটে জেতার ব্যাপারে প্রশ্ন করা হলে বড়জা বিজেপি প্রার্থী বাসন্তী বাড়ুই বলেন “আমার জেতা আসন এবং যেভাবে আমি গ্রামের মানুষের কাজ করেছি গ্রামের মানুষেরা আমাকে এ বছর দ্বিগুণ ভোটে জয়লাভ করাবেন। গুরুজনরা আমাকে সেই আশীর্বাদ করছেন ।”

advertisement

আরও পড়ুনঃ ‘এখন অভিনেত্রীকেও ED ডাকছে, তৃণমূলের অবস্থা বুঝুন’, সায়নীকে টেনে ভোটপ্রচারে বাউন্সার মীনাক্ষীর!

View More

পাশাপাশি তিনি বলেন পঞ্চায়েত ভোটের পর লোকসভা নির্বাচনে এবং বিধানসভা নির্বাচনে প্রায় দ্বিগুণ ভোটে জয়লাভ হয়েছে বিজেপি প্রার্থীরা এই বুথ থেকে। সেই জন্য তিনিও আশাবাদী এবছর দ্বিগুণ ভোটে জিতবেন। অন্যদিকে ছোট যা প্রিয়াঙ্কা মন্ডল তিনিও জেতার ব্যাপারে আশাবাদী। তিনি বলেন, ‘আমিও গ্রামের প্রতিটি বাড়িতে গিয়ে প্রচার করছি। পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের খতিয়ান তুলে ধরছি।’ তাঁর বিশ্বাস উন্নয়নে খতিয়ান দেখে তাঁকেই ভোট দিয়ে জয়লাভ করাবেন জনগন। এখন দেখার বিষয় ভোটের লড়াই কে জেতেন। শাশুড়ি মাকে সুষমা বারুই বলেন, ‘দুই বৌমার প্রতি আমার আশীর্বাদ রয়েছে । যেই জিতুক আমার পরিবারের এক বৌমা জিতবেই তখন তাঁকে আমি জয়ী হওয়ার জন্য আশীর্বাদ করব।’

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
WB Panchayat Election 2023: দুই বৌমা দুই দলের প্রার্থী, শাশুড়ির আশীর্বাদ দু'জনকেই! কিন্তু ভোট কার কপালে?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল