TRENDING:

WB Panchayat Election 2023: রাতভর দেদার হুল্লোড়! বুথে মদের আসর! যা ঘটল নদিয়ায়! জানুন

Last Updated:

WB Panchayat Election 2023: এসব কী ঘটছিল বুথে? রাত পোহালেই ভোট! তার আগেই ভয়াবহ কাণ্ড

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাকদহ: নদিয়া জেলার কাঁচরাপাড়া গ্রাম পঞ্চায়েত ১২৯ নম্বর বুথে চরযদুবাটি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে বেশ কিছু দুষ্কৃতির ঢুকে মদ্যপান সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের পরিকল্পনা করছিলেন আগত ভোট কর্মীদের সঙ্গে বলে অভিযোগ জানায় এলাকাবাসীরা। এরপর স্থানীয় বাসিন্দারাই একত্রিত হয়ে রুখে দেয় গোটা বিষয়টি।
নির্বাচন কেন্দ্রের সামনে স্থানীয়দের ভিড় 
নির্বাচন কেন্দ্রের সামনে স্থানীয়দের ভিড় 
advertisement

West Bengal Panchayat Election 2023 Voting  LIVE Updates : আর কিছু সময় পরেই শুরু ভোটগ্রহণ পর্ব, নির্বাচন কতটা শান্তিপূর্ণ হবে?

যদিও বিজেপির পক্ষ থেকে দাবি করা হয়েছে, ওই দুষ্কৃতীরা তৃণমূল আশ্রীত। যদিও এই বিষয়ে তৃণমূলের তরফ থেকে কোনও বক্তব্য পাওয়া যায়নি। বিষয়টি নিয়ে নির্বাচনে কমিশনে, এলাকাবাসীর পক্ষ থেকে জানানো হলে তারা ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেও, ঘটনাস্থলে এসে গ্রামবাসীরা রুখে দাঁড়ানোর ফলে ওই দুষ্কৃতীরা চলে যায় বলে সুত্রের খবর।

advertisement

আরও পড়ুন:  রাত পোহালেই ভোট! বিডিওর সামনেই মারা হল সিপিআইএম প্রার্থীকে! বারাসতে শোরগোল

View More

উল্লেখ্য রাত পোহালেই পঞ্চায়েত ভোট, ইতিমধ্যেই রাজ্যের একাধিক জায়গায় চাপানোতর দেখা যাচ্ছে পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। ঠিক তেমনই এক চিত্র দেখা গেল নদিয়ার চাকদহ এলাকার অন্তর্গত চরযদুবাটি হিন্দি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে। সম্প্রতি একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে নির্বাচন কেন্দ্রের বাইরে এবং ভিতরেও বেশ কিছু মানুষের ভিড়। সেখানকার অনেকেই অভিযোগ জানাচ্ছেন ভোট কেন্দ্রে বেশ কিছু দুষ্কৃতি ঢুকে মদ্যপান সহ বিভিন্ন অপরাধ মূলক কাজের পরিকল্পনা করছিলেন আগত ভোট কর্মীদের সঙ্গে। যদিও এই ভিডিওর সত্যতা যাচাই করে হয়নি।

advertisement

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
WB Panchayat Election 2023: রাতভর দেদার হুল্লোড়! বুথে মদের আসর! যা ঘটল নদিয়ায়! জানুন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল