TRENDING:

Nadia News: পুল‌ওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রানাঘাটে তৃণমূলের মোমবাতি মিছিল

Last Updated:

চার বছর আগে আজকের দিনেই পুলওয়ামায় সিআরপিএফ কনভায়ের উপর ভয়ঙ্কর জঙ্গি হামলা হয়। মৃত্যু হয় ৪০ জন জ‌ওয়ানের। সেই প্রয়াত জ‌ওয়ানদের স্মরণে রানাঘাটে মোমবাতি মিছিল করল তৃণমূল

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: ১৪ ফেব্রুয়ারি দিনটি শুধু প্রেম দিবস নয়, এটি ভারতবাসীদের কাছে কালা দিবসও বটে। চার বছর আগে আজকের দিনেই ঘটেছিল পুলওয়ামার সেই মর্মান্তিক ঘটনা, যার জেরে শহিদ হয়েছিলেন ৪০ জন আধাসামরিক বাহিনীর জ‌ওয়ান। সেই ঘটনা শুধু শহিদ পরিবারের সদস্যদের নয়, সমগ্র দেশবাসীকে আজও কাঁদায়। পুলওয়ামা কাণ্ডের কথা স্মরণে রেখে শহিদ জ‌ওয়ানদের শ্রদ্ধা জানাতে মঙ্গলবার সন্ধেয় রানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে মোমবাতি মিছিল বের করা হয়।
advertisement

এই মোমবাতি মিছিল রানাঘাট ফ্রেন্ডস ক্লাব থেকে শুরু করে শেষ হয় রানাঘাট স্টেশনে। উপস্থিত ছিলেন রানাঘাট জেলা তৃণমূল কংগ্রেসের একাধিক নেতা-নেত্রী থেকে শুরু করে সাধারণ মানুষ। শহিদ বেদীতে পুষ্পার্ঘ্য নিবেদন করার পর সকলেই মোমবাতি নিয়ে মৌন মিছিল করে প্রদক্ষিণ করেন গোটা রানাঘাট শহর।

আরও পড়ুন: দুর্গাপুরের হোটেলে 'ভালোবাসা' প্যাকেজ, জমজমাট ভ্যালেন্টাইন্স ডে সেলিব্রেশন ইস্পাত নগরীতে

advertisement

২০১৯ সালের ১৪ নভেম্বর জম্মু-কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ জওয়ানদের একটি কনভয়ের উপর ভয়ঙ্কর আক্রমণ হানে জঙ্গিরা। আত্মঘাতী বিস্ফোরণ, মুহুর্মুহু গুলিবর্ষণে প্রাণ হারান ৪০ জন সিআরপিএফ জ‌ওয়ান। সেই ঘটনা কাঁদিয়েছিল গোটা দেশের মানুষকে। আজও ১৪ ফেব্রুয়ারি এলে সারা দেশের মানুষ শহিদ জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানাতে নানান অনুষ্ঠান আয়োজন করেন।

View More

মৈনাক দেবনাথ

advertisement

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পুল‌ওয়ামার শহিদদের প্রতি শ্রদ্ধা জানাতে রানাঘাটে তৃণমূলের মোমবাতি মিছিল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল