আরও পড়ুন: ঘোড়ার গাড়িতে চড়িয়ে প্রিয় শিক্ষককে চোখের জলে বিদায়
কোনও অভিজ্ঞ কিংবা স্বনামধন্য কুম্ভকার না হয়েও বারোয়ারির বড় দুর্গা প্রতিমা তৈরি করার এই ঘটনা তাক লাগিয়ে দিয়েছে অন্যদের। গবারচর বারোয়ারি মা দুর্গা মহিলা সমিতির প্রতিমা এবার মন কেড়েছে দর্শনার্থীদের। সাধারণ মানুষের প্রশংসায় খুশি পুজো কমিটির সদস্যরাও।
advertisement
মূর্তির অলংকার এবং কারুকাজ করা হয়েছে মাটি দিয়েই। ইতিমধ্যেই মূর্তিতে রং করার কাজ শুরু হয়ে গিয়েছে। আর এক-দু’দিনের মধ্যে সম্পূর্ণ প্রতিমা প্রস্তুত হয়ে যাবে বলে জানিয়েছেন পাখিচক্রে হঠাৎ প্রতিমা শিল্পী হয়ে ওঠা রাজবংশী পরিবারের ওই সদস্যরা। তাঁদের এই প্রতিভা দেখে সকলেই খুশি।
মৈনাক দেবনাথ
advertisement
Location :
Kolkata,West Bengal
First Published :
October 18, 2023 6:44 PM IST