বেশিরভাগ তাঁত শিল্পীদের অভিযোগ, আগে এ রাজ্যের হস্ত চালিত তাঁতের শাড়ি সারা বিশ্বে ছড়িয়ে পড়ত, এখন ভিন রাজ্য থেকে বিভিন্ন ধরনের শাড়ি এ রাজ্যে এসে এ রাজ্যের তাঁত শিল্প পুরোপুরি তলানিতে। তাঁতিরা সংসার চালাতে পারছে না, মহাজনেরা সুতো কিনতে পাচ্ছে না। বেশিরভাগ তাঁতের শাড়ি সুরাট থেকে এ রাজ্যে ঢুকছে, যার কারণে শান্তিপুর তথা রাজ্যের বিভিন্ন জেলার সুতির সুতোর তৈরি তাঁতের শাড়ি আর কেউ কিনছে না।
advertisement
আরও পড়ুনঃ জমি বিবাদের জেরে মারধরের অভিযোগ শান্তিপুরে
কারণ সুরাটের শাড়ি বেশিরভাগ লাইলন বা প্লাস্টিকের, তা তৈরি করতে যেমন খরচ কম তেমনি শাড়ির সৌন্দর্যতা অনেক বেশি, তাই সাধারণ মানুষ সেই দিকেই আকৃষ্ট। তাঁত শিল্পীরা রাজ্য সম্মেলনে আসা প্রত্যেক মন্ত্রীদের কাছে আবেদন জানিয়েছেন, অবিলম্বে সুরাটের শাড়ি এ রাজ্যে আসা বন্ধ করতে হবে, না হলে তাঁত শিল্প কোনদিনই ঘুরে দাঁড়াতে পারবে না।
Mainak Debnath





