সাজাপ্রাপ্ত উচ্চশিক্ষিত আসামিরা এখন সংশোধনাগারের শিক্ষক। ছাত্রেরা প্রত্যেকটি কথা শুনছেন। আর এমন ভাবেই প্রতিনিয়ত ক্লাস চলছে নদিয়ার কৃষ্ণনগর জেলা সংশোধনাগারে। কোন এক সময় তাঁদের স্বপ্ন ছিল উচ্চশিক্ষিত হয়ে তারা স্কুলে ছাত্র পড়াবেন। কিন্তু ভাগ্যের পরিহাসে সেটা হয়ে ওঠেনি। তবে সেই আপক্ষেপ এখন আর নেই।সংশোধনাগার কর্তৃপক্ষের ব্যবস্থাপনায় আবাসিক উচ্চশিক্ষিতরাই এখন শিক্ষক। কৃষ্ণনগর সংশোধনাগরের সাজাপ্রাপ্ত বন্দিদের মূল স্রোতে ফেরানোর লক্ষেই এমন উদ্যোগ বলে জানা গিয়েছে।
advertisement
সকাল ১০ টা থেকে ১২ টা পর্যন্ত ৫০ জন আবাসিককে নিয়ে চলছে এই পাঠদান কর্মসূচি। বিশাল চার দেওয়ালের মাঝখানে সংশোধনাগারের আবাসিকদের নিয়ে তৈরি এই স্কুল একেবারে শিশুশিক্ষা কেন্দ্রের ভঙ্গিতে চলছে। প্রাথমিক স্তর থেকে পাঠদান কর্মসূচি চলছে এখানে। আর এই পাঠদান করাচ্ছেন যাঁরা, সংশোধনাগারে আসার আগে তাঁরা শিক্ষকতা করতেন বা শিক্ষার সঙ্গে যুক্ত ছিলেন। প্রথম পর্যায়ে তিন জন শিক্ষক পাঠদান কর্মসূচিতে নিযুক্ত হয়েছেন। আগামীতে খুব বড় আকারে এই কর্মসূচি বাস্তবায়িত করতে উদ্যোগ নেবেন বলে জেল কর্তৃপক্ষ জানিয়েছেন।
একেবারে বন্ধুত্বপূর্ণ পরিবেশে সংশোধনাগার যেন এখন একটা স্কুলে পরিণত হয়েছে। শিক্ষাই যে অমূল্য সম্পদ তা প্রতিটি পদক্ষেপে বুঝতে পারছেন সংশোধনাগারের আবাসিকরা। আর তাই তো কোনওরকম লজ্জা না করে বাধ্য ছেলের মত রুটিনমাফিক পড়তে বসে যাচ্ছে সাজাপ্রাপ্ত বন্দিরা।
এমনিতেই আবাসিকদের জন্য সংশোধনাগারের ভেতরেই রয়েছে বিভিন্ন রকম ট্রেনিং সেন্টার। এ বার পাঠদানের বিষয়টা এক অন্যরকম মাত্র এনে দিয়েছে সংশোধনাগারের সমস্ত আবাসিকদের।। কেউ কেউ পড়াশোনা জানলেও চর্চার জন্য বা জ্ঞানের আলোয় নিজেকে নিয়োজিত করতে নিয়মিত এই শিক্ষাদানের ব্যবস্থা সঙ্গে যুক্ত হয়েছে।
আরও পড়ুন : জ্যৈষ্ঠের গরমে পুড়ছে কলকাতা-সহ বাংলা, বৃষ্টির দেখা কবে, জানুন বর্ষার খবর
যদিও এই বিষয়ে প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, ‘‘ রাজ্য সরকার সংশোধনাগারের আবাসিকদের জন্য যা ব্যবস্থা করেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি মন্ত্রী থাকাকালীন রাজ্যের প্রতিটি সংশোধনাগারে মুখ্যমন্ত্রীর নির্দেশে বিভিন্ন রকম পরিকল্পনা করেছি। আবাসিকরা যাতে কখনও বুঝতে না পারেন যে তাঁরা জেলখানায় আছেন। বন্দিদশা কাটিয়ে তাঁরা যাতে মূলস্রোতে ফিরে আসেন, সে জন্য বিভিন্ন রকম ট্রেনিং দেওয়া হচ্ছে তাদের। আর এ বার শিক্ষাদান এক অন্যরকম মাত্র এনে দেবে সংশোধনাগারের আবাসিকদের।’’