নদিয়ার শান্তিপুরের বেড় পাড়ার বাসিন্দা সাদিক আলি ৭-৮ বছর ধরে পাশের চৈতলপাড়ায় তাঁত শাড়ির ছাপার কারখানা চালান। আর পাঁচটা দিনের মতো রবিবার রাতেও কাজ শেষে কারখানার দুটি দরজায় চারটি তালা লাগিয়ে নিশ্চিন্তে বাড়ি ফিরে যান। সোমবার সকাল ৬ টা নাগাদ কর্মচারীরা কাজে যোগ দেবেন বলে কারখানার দরজা খুলতে গিয়ে লক্ষ্য করেন একটি দরজার তালা ভাঙা। ওমনি তাঁদের মনে কু-ডেকে ওঠে।
advertisement
আরও পড়ুন: রবিতে পেলেন কেন্দ্রীয় নিরাপত্তা, সোমেই বড় কাণ্ড ঘটালেন নওশাদ! কী ঘটল জানেন?
এরপরই মালিক সাদিক আলিকে ডেকে কারখানার ভিতরে ঢোকেন কর্মচারীরা। দেখেন অসংখ্য শাড়ি ও রং নিয়ে গিয়েছে চোরের দল। ওই কারখানার মালিকের দাবি, প্রায় ৫০০ টি শাড়ি ও ১০ লিটার রঙের ৫-৬ টি ড্রাম চুরি হয়েছে। সব মিলিয়ে একলক্ষ কুড়ি হাজার টাকার কাছাকাছি জিনিস খোয়া গিয়েছে। শাড়ি চুরির ঘটনায় সবচেয়ে বিপাকে পড়েছেন মালিক সাদিক আলি। কারণ রং নিজের কেনা হলেও শাড়িগুলো বিভিন্ন মহাজনের দেওয়া। ফলে কীভাবে তাদের ক্ষতিপূরণ দেবেন তা ভেবে উঠতে পারছেন না।
এদিকে শান্তিপুর থানায় চুরির ঘটনায় লিখিত অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই পুলিশ এসে তদন্ত শুরু করে। ঘনবসতিপূর্ণ এলাকায় অবস্থিত কারখানায় কীভাবে এই চুরি হল তা খতিয়ে দেখছে পুলিশ। শাড়ি ছাপার ওই কারখানার কর্মচারী গণি শেখ বলেন, এই ধরনের ঘটনা আগে কখনও ঘটেনি । বাইরে রাস্তার পাশের বাড়িতে দুটো সিসিটিভি ক্যামেরা আছে। পুলিশ ওখান থেকে ফুটেজ নিয়ে খতিয়ে দেখে চোরকে ধরুক। না হলে আমরা বড় বিপদে পড়ব।
মৈনাক দেবনাথ