নদিয়ার মাজদিয়ার একটি নৃত্যকলা কেন্দ্রে দেখা গেল ভক্তির এক অনন্য রূপ। নৃত্যকলা কেন্দ্রের এক ছাত্র নৃত্য শেখার পাশাপাশি বানাচ্ছে সরস্বতী মূর্তি। বাজার থেকে ঠাকুর কিনে এনে নয়, শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টায় বানানো এই সরস্বতী মূর্তিই বৃহস্পতিবার পুজো করা হবে। ছোট ছোট ছেলেমেয়েরা যখন তাদের শিক্ষিকা সুতনুকা ঘোষকে জানান তাঁদের আবদারের কথা, তিনি অত্যন্ত সানন্দে তাদের কথা মেনে নেন। শুধু তাই নয়, মূর্তি বানাতে তাদেরকে সাহায্যও করেন।
advertisement
আরও পড়ুন: প্রজাতন্ত্র দিবসের আগে সেজে উঠেছে আসানসোল স্টেশন
এ প্রসঙ্গে সুতনুকা ঘোষ জানান, "প্রায় ১০ বছর পূর্ণ হল এই নৃত্যকলা কেন্দ্রের। প্রতিবছরই এই স্কুলে সরস্বতী পুজো করা হয়। এবছর আমারই ছাত্র রাহুলকে পেয়েছি। ও নিজে হাতে ঠাকুর তৈরি করে। এবার ও নিজে এসে আমাকে বলে, দিদি আমি তোমাকে এই বছর ঠাকুর তৈরি করে দেব, তুমি সেটা পুজো করবে। ওই প্রতিমা দিয়েই করা হবে পুজো।"
মৈনাক দেবনাথ