ঠিক তেমনই স্বাধীনতা দিবসের সঙ্গে ওতপ্রোতভাবে স্বর্ণাক্ষরে নাম জড়িয়ে থাকে নেতাজী সুভাষচন্দ্র বসুর। বাঙালির এই বীর সন্তানের কাছে চিরকাল ঋণী থেকে যাবে দেশবাসী। তার একটি ডাক 'তোমরা আমায় রক্ত দাও আমি তোমাদের স্বাধীনতা দেব' দেশের মানুষ ভুলতে পারেনি আজও।
আরও পড়ুন: বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শান্তিপুরের বিধায়ক
advertisement
ঠিক তেমনই নেতাজি সুভাষচন্দ্র বসুর অনেক স্মৃতি রয়ে গেছে নদিয়া জেলার বিভিন্ন প্রান্তে। রানাঘাটের প্রথম রেজিস্টারপ্রাপ্ত ক্লাব 'রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশন' যে ক্লাবের নামাঙ্করণ করেন স্বয়ং নেতাজি সুভাষচন্দ্র বসু। জানা যায়, ১৯৩১ সালের ২৬ শে জুলাই কলকাতার তৎকালীন মেয়র সুভাষচন্দ্র বসু এসেছিলেন নদিয়ার রানাঘাটে। তার নামাঙ্করণেই, নেতাজি সুভাষ সরণি রয়েছে বর্তমানে। সেই সময় এই ক্লাবের নাম ছিল দেশবন্ধু ব্যায়ামাগার। নেতাজি সুভাষচন্দ্র বসু এসে ক্লাবের নামকরণ করেন 'রানাঘাট স্পোর্টিং অ্যাসোসিয়েশন'। এবং সেই থেকেই আজও ২৩ জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন শ্রদ্ধা ও ভক্তি সহকারে পালন করে আসছে ক্লাবের সমস্ত সদস্যরা।
আরও পড়ুন: গেদেতে ভারত বাংলাদেশের সীমান্তরক্ষীরা পালন করল রাখি বন্ধন উৎসব
জানা যায় জেলার প্রথম রেজিস্টারপ্রাপ্ত ক্লাব এটি এবং রানাঘাটের প্রথম বারোয়ারি দুর্গাপুজো শুরু হয় এই ক্লাবের মাধ্যমেই। ক্লাবে রয়েছে নেতাজির নিজের হাতে লেখা একটি চিঠি, যা আজও অতি সাবধানে যত্ন সহকারে রেখে দিয়েছেন ক্লাবের সদস্যরা। এ বারেও ১৫ অগাস্ট স্বাধীনতা দিবসের দিন গর্বের সঙ্গে নেতাজিকে স্মরণ করে পতাকা উত্তোলন হবে বলে জানালেন ক্লাবের সদস্যরা।