রানাঘাট দেবনাথ গার্লস উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষিকা জয়া বিশ্বাসের উদ্যোগেই রানাঘাটের স্বনামধন্য চিত্রশিল্পী সঞ্জু কুন্ডু ফুটিয়ে তোলেন এই দেশাত্মবোধক চিত্রটি। স্কুলের পড়ুয়ারা বাঙালির বীর সন্তানকে দেখে যাতে অনুপ্রেরণা পায় সেই কারণেই এই উদ্যোগ নেয়া হয়েছে বলে জানালেন চিত্রশিল্পী সঞ্জু কুন্ডু। এর আগেও প্রধান শিক্ষিকার উদ্যোগে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে একাধিক শিক্ষামূলক চিত্র ফুটিয়ে তুলেছেন তিনি বলে জানা যায়।
advertisement
আরও পড়ুনঃ বাড়ির উঠোনে খোলা বৈদ্যুতিক তার! তটস্থ পরিবার!
আগামী সোমবার ভারতের স্বাধীনতা দিবস। এবছর ৭৫ তম স্বাধীনতা দিবস পালন করা হবে দেশের প্রতিটা জায়গায়। দিল্লির রাজভবন থেকে কলকাতার রেড রোড সমস্ত জায়গায় গর্বের সাথে স্বাধীনতা দিবসের দিন উত্তোলন করা হবে ভারতের জাতীয় পতাকা। ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশজুড়ে জুড়ে পালন করা হচ্ছে \"আজাদি কা অমৃত মহোৎসব\"
আরও পড়ুনঃ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত শান্তিপুরের বিধায়ক
প্রধানমন্ত্রী ঘোষনা করেছেন ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে 'হর ঘর তিরঙ্গা' উৎসব পালন করতে। সেই মতো নদিয়া জেলাতেও বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে একাধিক বর্ণাঢ্য অনুষ্ঠান। জেলার একাধিক জায়গায় বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা ও সংগঠনেরাও ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ইতিমধ্যেই বের করেছেন একাধিক শোভাযাত্রা।সেই মতো প্রত্যেক জায়গাতেই ৭৫ তম স্বাধীনতা দিবস উপলক্ষে ছোট বড় একাধিক অনুষ্ঠান পালিত হচ্ছে ইতিমধ্যেই।
Mainak Debnath