স্মার্ট ফোন ও ইন্টারনেটের মাধ্যমে যেকোনও দিন যেকোনও সময় মহিষাসুরমর্দিনী শোনা বর্তমানে সম্ভব। তবে মহালয়ার দিন ভোরবেলা রেডিওতে মহিষাসুরমর্দিনী সোনা এখনও ভোলেনি আপামর বাঙালি। সেই কারণে আগেভাগেই বাড়ির পুরনো রেডিও সাড়াই করে সচল অবস্থায় রাখছেন নদিয়ার একাধিক ব্যক্তিরা। নদিয়ার কৃষ্ণগঞ্জের মাজদিয়া এলাকায় এখনও রয়েছে একটি পুরনো রেডিওর দোকান। বর্তমানে এই সমস্ত রেডিওর দোকান অনেকটাই বিলুপ্তির পথে। তবে এখনও এই রেডিওর দোকানটি চলছে বর্তমান যুগের সাথে তাল মিলিয়েই।
advertisement
আরও পড়ুনঃ গাছের ডালে প্রেমিক যুগলের ঝুলন্ত দেহ! চাঞ্চল্য করিমপুর
বছরের অন্যান্য দিন খুব একটা ভিড় দেখা না গেলেও মহালয়ার কয়েকদিন আগে থেকে রেডিওর দোকানটিতে যথেষ্টই ভিড় লক্ষ্য করা যায়। কেউ আসেন রেডিও কিনতে, কেউবা আসেন নিজের পুরনো রেডিও সারাই করতে। রেডিওর দোকানের মালিক জানান গতবছরের তুলনায় এ বছর রেডিও বিক্রি এবং সারাই এর হার বৃদ্ধি পেয়েছে। বিশেষত বয়স্ক ব্যক্তিরা আসছেন মহালয়ের আগে তাদের রেডিও ঠিকমতো সারাই করে রাখতে। যাতে মহালয়ার দিন ভোরবেলা বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের মহিষাসুরমর্দিনী মিস না হয়ে যায়।
Mainak Debnath