নদিয়ার নবদ্বীপের পূর্ব মোল্লাপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এই কিচেন গার্ডেন তৈরি হয়েছে। স্কুলের শিক্ষক-শিক্ষিকাদের এই উদ্যোগে খুশি অভিভাবকরাও। টবের মধ্যে বিভিন্ন মরশুমী শাকসবজির চাষ শুরু হয়েছে। এই প্রসঙ্গে ওই প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিরণ শেখ জানান, এই কিচেন গার্ডেনে মরশুম অনুযায়ী ফুলকপি, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, বেগুন, কাঁচা লঙ্কা, বিট ইত্যাদি বিভিন্ন পুষ্টিকর মরশুমী শাকসবজি ফলানো হবে।
advertisement
আরও পড়ুন: পুরসভার টাকা নেই, তাই বাঁধ হয়ে গেল হাইড্রেন!
ওই প্রাথমিক স্কুলের শিক্ষকরা জানিয়েছেন, বর্তমানে বাজারে যে শাক-সবজি কিনতে পাওয়া যায় তার দাম অনেক হলেও সেগুলি কীটনাশকে ভর্তি থাকে। ফলে সেগুলি খেলে উপকারের বদলে অপকার হয় বেশি। স্কুলের ছোট ছোট ছেলেমেয়েদের সেই ক্ষতির হাত থেকে বাঁচাতেই স্কুল প্রাঙ্গণে তৈরি করা হয়েছে কিচেন গার্ডেন। এই কিচেন গার্ডেন তৈরির জন্য নবদ্বীপের বিডিও পাঁচ হাজার টাকার অনুদান দিয়েছেন। সব মিলিয়ে নদিয়ার এই প্রাথমিক স্কুলের কিচেন গার্ডেন ইতিমধ্যেই সাড়া ফেলে দিয়েছে।
মৈনাক দেবনাথ