রানাঘাট পুলিশ জেলার উদ্যোগে 'সেফ ড্রাই, সেভ লাইফ' নিয়ে বসে আঁকো প্রতিযোগিতার আয়োজন করা হয়। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রায় ৬০ জন স্কুল ছাত্র-ছাত্রী। মূলত শিশুদের মধ্যে সেফ ড্রাইভ, সেভ লাইফ ও পথ দুর্ঘটনা সম্পর্কে বার্তা দিতেই এই উদ্যোগ নেওয়া হয়। এছাড়াও ছোটদের থেকে যাতে বড়রা পথ নিরাপত্তার শিক্ষা পান সেই বিষয়টি নিশ্চিত করতেও রানাঘাট পুলিশ জেলা এই প্রতিযোগিতার আয়োজন করে।
advertisement
আরও পড়ুন: কুয়াশায় পথ হারিয়ে পুকুরে গিয়ে পড়ল ট্যাক্সি! চালকসহ জখম ৩
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেকেই পথ দুর্ঘটনা এবং সেফ ড্রাইভ, সেভ লাইফ সম্পর্কিত ছবি আঁকে। সেই ছবি নিয়ে পুলিশের পক্ষ থেকে প্রদর্শনীর ব্যবস্থা করা হবে। প্রদর্শনীর শেষে পুরস্কারের ব্যবস্থা আছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। স্বাভাবিকভাবেই পুলিশের এই মহান উদ্যোগে খুশি স্থানীয় বাসিন্দারা। তাঁরা মনে করছেন, পরবর্তী সময়ে কিছুটা হলেও সাধারণ মানুষের মধ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত সচেতনতা বৃদ্ধি পাবে।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রানাঘাটের অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত, এসডিপিও প্রবীর মণ্ডল, রানাঘাট থানার আইসি সঞ্জীব সেনাপতি ছাড়াও একাধিক পুলিশ আধিকারিকেরা।
মৈনাক দেবনাথ