TRENDING:

Nadia News: ফোনে কথা বলতে বলতে চালাচ্ছিল স্কুটি, দুর্ঘটনাগ্রস্থ চালককে হাসপাতালে নিয়ে গেল না কেউ, ত্রাতা হিসেবে এগিয়ে এল পুলিশ

Last Updated:

দুর্ঘটনার জেরে আহত স্কুটি চালককে হাসপাতালে নিয়ে গেল না পথচারীরা। শেষ পর্যন্ত ত্রাতা হিসেবে এগিয়ে এল পুলিশ

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: পুলিশের মানবিক রূপ। দুর্ঘটনায় আহত হয়ে বেশ কিছুক্ষণ রাস্তার উপরেই পড়েছিলেন এক বাইক আরোহী। দেখে পাশ কাটিয়ে চলে গিয়েছে সকলে, সাহায্য করতে এগিয়ে আসেনি কোন‌ও সহৃদয় ব্যক্তি। শেষমেষ কৃষ্ণগঞ্জ থানার পুলিশ খবর পেয়ে এসে ওই যুবককে হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে।
advertisement

স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ওই যুবককে উদ্ধার করে প্রথমে কৃষ্ণগঞ্জ প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়। সেখানে তার অবস্থার অবনতি হলে পুলিশ‌ই উদ্যোগ নিয়ে ওই আহত ব্যক্তিকে কৃষ্ণনগর জেলা হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করে। বর্তমানে ওই যুবক সেখানেই চিকিৎসাধীন। পুলিশের এই মানবিক রূপ দেখে বাহবা দিচ্ছেন সকলেই।

আরও পড়ুন: প্রেম দিবসে অন্য ভালোবাসার গল্প লিখলেন কাঁথির শিক্ষক

advertisement

পুলিশ সূত্রে খবর, কৃষ্ণগঞ্জ ব্লকের মাথাভাঙা ব্রিজের কাছে স্কুটি চালিয়ে যাচ্ছিলেন এক যুবক। নিয়ম না মেনে তিনি এক হাতে মোবাইল ফোন ধরে কথা বলতে বলতে গাড়ি চালাচ্ছিলেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন। হঠাৎই মাথাভাঙা ব্রিজের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে ওই ব্যক্তির স্কুটি দুর্ঘটনায় পড়ে। তিনি গুরুতর আহত হন। কিন্তু ওই অবস্থাতেই বেশ খানিকক্ষণ রাস্তার উপরেই পড়েছিলেন, তবু সাহায্য করতে এগিয়ে আসেননি কেউই। অবশেষে কৃষ্ণগঞ্জ থানার পুলিশ কর্মীরা এসে ওই যুবককে উদ্ধার করে উপযুক্ত চিকিৎসার ব্যবস্থা করেন।

advertisement

View More

প্রসঙ্গত দিনের পর দিন বেড়েই চলেছে পথ দুর্ঘটনা। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার বিভিন্ন রকম কর্মসূচি আয়োজন করে সাধারণ মানুষকে সচেতন করার চেষ্টা করা হচ্ছে। তবে একের পর এক দুর্ঘটনায় বুঝিয়ে দিচ্ছে এখনও অনেক গাড়ি চালকের হুঁশ ফেরেনি। কৃষ্ণগঞ্জের এই দুর্ঘটনার তারই প্রমাণ বলে সংশ্লিষ্ট মহলের অভিমত।

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

মৈনাক দেবনাথ

advertisement

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: ফোনে কথা বলতে বলতে চালাচ্ছিল স্কুটি, দুর্ঘটনাগ্রস্থ চালককে হাসপাতালে নিয়ে গেল না কেউ, ত্রাতা হিসেবে এগিয়ে এল পুলিশ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল