বে,রে,থি নাট্য উৎসবের প্রথম সন্ধ্যার এই অনুষ্ঠান দেখতে ভিড় করেন একাধিক নাট্যপ্রেমী মানুষেরা। প্রসঙ্গত থিয়েটার এবং নাটক বাঙালির একটি অবিচ্ছেদ্য অঙ্গ। আগেকার দিনে গ্রামবাংলায় আয়োজন করা হতো থিয়েটার এবং যাত্রাপালা, নাটকের অনুষ্ঠান। এক গ্রামের মানুষ অন্য গ্রামে গিয়ে রাত জেগে সেই যাত্রাপালা থিয়েটার দেখতেন। মনোরঞ্জন করার মত ছিল না সেই সময় টেলিভিশন, কম্পিউটার কিংবা স্মার্টফোন।
advertisement
আরও পড়ুনঃ বেড়েছে টোটো ও অটোর দৌরাত্ম্য! তাই বাস ধর্মঘট রানাঘাটে
তবে ধীরে ধীরে যুগের পরিবর্তনের সাথে সাথে থিয়েটার নাটক যাত্রাপালা বিলীন হয়ে যাচ্ছে আমাদের সমাজ থেকে। সেই কারণেই এখনও বেশ কিছু নাট্য প্রেমী মানুষেরা কখনও সরকারের সরকারের সহযোগিতায় কখনো বা নিজেরাই একত্রিত হয়ে এই সমস্ত নাটক অনুষ্ঠান পরিচালন করে থাকেন। এবং তারা বার্তা দেন আমাদের প্রাচীন সংস্কৃতি এই নাটক, যাত্রাপালা, থিয়েটার যাতে আমাদের সংস্কৃতির মধ্যে বেঁচে থাকে সবসময়।
Mainak Debnath