সুফি-সাধক হযরত সৈয়দ মুরশেদ আলি আলকাদেরি আল বাগদাদি'র স্মৃতিতে প্রতিবছর এই উরস উৎসব মেতে ওঠে মেদিনীপুর শহর শুধু বাংলাদেশ নয় ভারতীয় উপমহাদেশের অন্যান্য জায়গা থেকেও বহু তীর্থযাত্রী এই সময় মেদিনীপুরে এসে পৌছন। সুফি সাধক হযরত সৈয়দ মুরশেদ আলি 'মওলা পাক' নামে সুপরিচিত। লক্ষ লক্ষ ভক্ত এই নামেই তাঁকে মনে রেখেছে। এই উরস উৎসব উপলক্ষে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ 'মওলপাকের' মাজার শরিফে, তাঁর বাসস্থান দায়রাপাকে ও সাধনাস্থল কাঁসাই নদীর তীরে অবস্থিত স্ত্রীগঞ্জ পাকে ভক্ত ও পূর্ণার্থীদের ঢল নামে। এই উৎসবের যোগ দিতেই বাংলাদেশের ঢাকা, কুষ্টিয়া, খুলনার মত বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা বিশেষ ট্রেনে করে ভারতে এসে পৌঁছন।
advertisement
আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়া আসছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনের পাশাপাশি তৃণমূলের অন্দরেও তৎপরতা তুঙ্গে
গত দু'বছর করোনার কারণে এই উরস উৎসবে যোগ দিতে পারেননি বাংলাদেশের তীর্থযাত্রীরা। কারণ সীমান্ত বন্ধ ছিল। তবে এই বছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় সীমান্ত খুলে দেওয়া হয়েছে। ২৪ বগির ট্রেনে চড়ে এবার তাঁরা মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন। গেদে সীমান্তে এই ট্রেন দেখার জন্য স্থানীয়রা ভিড় করেছিলেন।
মৈনাক দেবনাথ





