TRENDING:

Nadia News|| মেদিনীপুরের উরস উৎসবে বাংলাদেশের ২৫০০ পুণ্যার্থী! ফের এল স্পেশ্যাল ট্রেন

Last Updated:

মেদিনীপুর শহরের বিখ্যাত উরস উৎসবে যোগ দিতে স্পেশাল ট্রেনে চড়ে বাংলাদেশ থেকে এলেন ২৫০০ পুণ্যার্থী

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: মেদিনীপুর শহরের বিখ্যাত উরস উৎসবে যোগ দিতে বাংলাদেশ থেকে কয়েক হাজার তীর্থযাত্রী বিশেষ ট্রেনের করে গেদে সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। বুধবার সকালে তাঁরি গেদে পৌঁছন। ওই একই ট্রেনে চড়েই বুধবার সন্ধেতে মেদিনীপুর পৌঁছে গিয়েছেন তীর্থযাত্রীরা। উরস উৎসব উপলক্ষে ঢাকা থেকে মেদিনীপুর বিশেষ ট্রেনের বন্দোবস্ত ১৯০৩ সালে প্রথম হয়েছিল। সেই রীতি আজও চলে আসছে। ৪০ জন শিশু সহ এবার ২৫০০ তীর্থযাত্রী বাংলাদেশ থেকে এসেছেন।
advertisement

সুফি-সাধক হযরত সৈয়দ মুরশেদ আলি আলকাদেরি আল বাগদাদি'র স্মৃতিতে প্রতিবছর এই উরস উৎসব মেতে ওঠে মেদিনীপুর শহর শুধু বাংলাদেশ নয় ভারতীয় উপমহাদেশের অন্যান্য জায়গা থেকেও বহু তীর্থযাত্রী এই সময় মেদিনীপুরে এসে পৌছন। সুফি সাধক হযরত সৈয়দ মুরশেদ আলি 'মওলা পাক' নামে সুপরিচিত। লক্ষ লক্ষ ভক্ত এই নামেই তাঁকে মনে রেখেছে। এই উরস উৎসব উপলক্ষে মেদিনীপুর শহরের জোড়া মসজিদ 'মওলপাকের' মাজার শরিফে, তাঁর বাসস্থান দায়রাপাকে ও সাধনাস্থল কাঁসাই নদীর তীরে অবস্থিত স্ত্রীগঞ্জ পাকে ভক্ত ও পূর্ণার্থীদের ঢল নামে। এই উৎসবের যোগ দিতেই বাংলাদেশের ঢাকা, কুষ্টিয়া, খুলনার মত বিভিন্ন জায়গা থেকে পুণ্যার্থীরা বিশেষ ট্রেনে করে ভারতে এসে পৌঁছন।

advertisement

আরও পড়ুন: পঞ্চায়েত ভোটের আগে পুরুলিয়া আসছেন মুখ্যমন্ত্রী, প্রশাসনের পাশাপাশি তৃণমূলের অন্দরেও তৎপরতা তুঙ্গে

গত দু'বছর করোনার কারণে এই উরস উৎসবে যোগ দিতে পারেননি বাংলাদেশের তীর্থযাত্রীরা। কারণ সীমান্ত বন্ধ ছিল। তবে এই বছর পরিস্থিতি স্বাভাবিক থাকায় সীমান্ত খুলে দেওয়া হয়েছে। ২৪ বগির ট্রেনে চড়ে এবার তাঁরা মেদিনীপুরে পৌঁছে গিয়েছেন। গেদে সীমান্তে এই ট্রেন দেখার জন্য স্থানীয়রা ভিড় করেছিলেন।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
দু’ পাশ দিয়ে বয়ে যাচ্ছে মহানন্দা ও মহিষমারি, মাঝে দাঁড়িয়ে উত্তরবঙ্গের একমাত্র সূর্যমন্দির
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News|| মেদিনীপুরের উরস উৎসবে বাংলাদেশের ২৫০০ পুণ্যার্থী! ফের এল স্পেশ্যাল ট্রেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল