TRENDING:

Netaji Birth Anniversary: শাড়িতে ফুটে উঠেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সব নজর এখন বীরেন কুমার বসাকের তাঁতে

Last Updated:

Netaji Birth Anniversary: নেতাজির ১২৫ তম জন্মদিনে দেশনায়ককে শ্রদ্ধাজ্ঞাপন করতে এই শাড়ি বানালেন পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত বীরেন কুমার বসাক।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ফুলিয়া: পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত বীরেন কুমার বসাককে এক কথায় এখন সকলেই চেনেন। প্রধানমন্ত্রী থেকে শুরু করে রাষ্ট্রপতি, মুখ্যমন্ত্রী প্রত্যেককেই তিনি উপহার দিয়েছেন নিজের হাতে তৈরি করা শান্তিপুর ফুলিয়ার বিখ্যাত শাড়ি। পশ্চিমবঙ্গের শাড়ির কথা উঠলেই উঠে আসে শান্তিপুরের ফুলিয়ার বিখ্যাত তাঁতের শাড়ি। এই শাড়ির চাহিদা রয়েছে গোটা বিশ্ব বাজারে। আর এই ফুলিয়াতেই রয়েছেন এক অনন্য কারিগর, যার নাম বীরেন কুমার বসাক।
শাড়িতে ফুটে উঠেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু
শাড়িতে ফুটে উঠেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু
advertisement

৭১ বছর বয়সী এই শিল্পী এখনও নিজের কর্ম দক্ষতার জেরে খ্যাতি অর্জন করে যাচ্ছেন গোটা বিশ্বের দরবারে। পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় পুরস্কার, এমনকী 'গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস' -এও তাঁর নাম রয়েছে বলে জানা যায়। এবার সেই বীরেন কুমার বসাক বাংলার দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে নিজের হাতে তৈরি করলেন তাঁর মুখাবয়ব দিয়ে একটি শাড়ি।

advertisement

আরও পড়ুন: ঠোঁট অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে? শরীরে বাসা বাঁধতে পারে মারণরোগটি! জানুন

তিনি জানান কোরা সিল্কের ওপর কালো সুতোর কাজে এমন শাড়ি তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় দেড় মাস। এই শাড়িটি দৈর্ঘ্যে ও প্রস্থে রয়েছে তিন ফুট। শাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। বীরেন বাবুর জানান, সুভাষচন্দ্র বসু বাঙালির গর্ব, আর বাঙালির এই দেশনায়কের শ্রদ্ধা জানাতেই তিনি শাড়িটি তৈরি করেছেন। অনেকেই ইতিমধ্যে এই শাড়ি কেনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করলেও তিনি জানান এই শাড়ি তিনি বিক্রি করবেন না। তিনি চান এই শাড়িটি কলকাতার নেতাজি ভবনে তুলে দেওয়ার জন্য।

advertisement

View More

আরও পড়ুন: স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমনোর দারুণ কিছু উপকারিতা রয়েছে! জানলে চমকে যাবেন

বীরেন বাবুর ছেলে অভিনব বসাক বলেন, 'ইতিমধ্যেই আমরা নেতাজি ভবনের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা সম্মতি দিলেই শাড়িটি বিনামূল্যে নেতাজি ভবনের হাতে তুলে দেব আমরা।' দূর থেকে দেখলে শাড়িটিকে মনে হবে একটি চিত্র আঁকা রয়েছে শাড়িটির মধ্যে। কিন্তু সম্পূর্ণ কাজটি করা হয়েছে নিখুঁত ভাবে সুতো দিয়েই। আর এখানেই রয়েছে বীরেন বাবুর কৃতিত্ব। একাধিক রাজনীতিবিদ থেকে শুরু করে খেলোয়াড়, সিনেমা জগতের তারকা প্রত্যেকেই বীরেন বাবুর শাড়ির সুনাম করেছেন ইতিমধ্যেই।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

মৈনাক দেবনাথ

বাংলা খবর/ খবর/নদিয়া/
Netaji Birth Anniversary: শাড়িতে ফুটে উঠেছেন নেতাজি সুভাষচন্দ্র বসু, সব নজর এখন বীরেন কুমার বসাকের তাঁতে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল