৭১ বছর বয়সী এই শিল্পী এখনও নিজের কর্ম দক্ষতার জেরে খ্যাতি অর্জন করে যাচ্ছেন গোটা বিশ্বের দরবারে। পেয়েছেন রাষ্ট্রপতি পুরস্কার, জাতীয় পুরস্কার, এমনকী 'গিনেজ বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস' -এও তাঁর নাম রয়েছে বলে জানা যায়। এবার সেই বীরেন কুমার বসাক বাংলার দেশ নায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধা জানাতে নিজের হাতে তৈরি করলেন তাঁর মুখাবয়ব দিয়ে একটি শাড়ি।
advertisement
আরও পড়ুন: ঠোঁট অতিরিক্ত শুকিয়ে যাচ্ছে? শরীরে বাসা বাঁধতে পারে মারণরোগটি! জানুন
তিনি জানান কোরা সিল্কের ওপর কালো সুতোর কাজে এমন শাড়ি তৈরি করতে তাঁর সময় লেগেছে প্রায় দেড় মাস। এই শাড়িটি দৈর্ঘ্যে ও প্রস্থে রয়েছে তিন ফুট। শাড়িটি তৈরি করতে খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। বীরেন বাবুর জানান, সুভাষচন্দ্র বসু বাঙালির গর্ব, আর বাঙালির এই দেশনায়কের শ্রদ্ধা জানাতেই তিনি শাড়িটি তৈরি করেছেন। অনেকেই ইতিমধ্যে এই শাড়ি কেনার জন্য তাঁর সঙ্গে যোগাযোগ করলেও তিনি জানান এই শাড়ি তিনি বিক্রি করবেন না। তিনি চান এই শাড়িটি কলকাতার নেতাজি ভবনে তুলে দেওয়ার জন্য।
আরও পড়ুন: স্বামী-স্ত্রী আলাদা ঘরে ঘুমনোর দারুণ কিছু উপকারিতা রয়েছে! জানলে চমকে যাবেন
বীরেন বাবুর ছেলে অভিনব বসাক বলেন, 'ইতিমধ্যেই আমরা নেতাজি ভবনের সঙ্গে যোগাযোগ করেছি। তাঁরা সম্মতি দিলেই শাড়িটি বিনামূল্যে নেতাজি ভবনের হাতে তুলে দেব আমরা।' দূর থেকে দেখলে শাড়িটিকে মনে হবে একটি চিত্র আঁকা রয়েছে শাড়িটির মধ্যে। কিন্তু সম্পূর্ণ কাজটি করা হয়েছে নিখুঁত ভাবে সুতো দিয়েই। আর এখানেই রয়েছে বীরেন বাবুর কৃতিত্ব। একাধিক রাজনীতিবিদ থেকে শুরু করে খেলোয়াড়, সিনেমা জগতের তারকা প্রত্যেকেই বীরেন বাবুর শাড়ির সুনাম করেছেন ইতিমধ্যেই।
মৈনাক দেবনাথ