কোনও রকম অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই কারণে প্রশাসনও ছিল তৎপর। তবে তার মাঝেই ঘটে গেল মর্মান্তিক ঘটনা। সূত্রের খবর, ওই যুবকের নাম অমিত কুমার রাভা বয়স ৩০ বছর। ঘটনাটি নদিয়ার শান্তিপুর থানার কদমপুর এলাকায়। জানা যায়, শান্তিপুর থানার বেলঘড়িয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের অধীন তালতলা পাড়ার সুজন দাসের বাড়িতে দিন কয়েক আগেই কাজে এসেছিলেন ওই যুবক।
advertisement
আরও পড়ুন: কোভিড কাটিয়ে বছরের প্রথম দিন হাজারদুয়ারিতে রেকর্ড ভিড়, দেখুন
মৃত অমিত কুমার রাভার বাড়ি কোচবিহারে। পেশায় তাঁত শিল্পী। রবিবার রাতে সে বন্ধুদের সঙ্গে বাড়ি থেকে বের হয়। এরপর আর বাড়ি ফেরেনি। কদমপুর সংলগ্ন আমবাগানে ওই মৃতদেহটি পড়ে থাকতে দেখে এলাকাবাসী। জানাজানি হতেই ঘটনাস্থলে গিয়ে পৌঁছয় শান্তিপুর থানার পুলিশ। যে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয় তার পাশেই পড়েছিল মদের বোতল।
আরও পড়ুন: নতুন বছরে যাত্রাশুরু বন্দে ভারত এক্সপ্রেসের, ট্রেন ১৮-এর বিশেষত্ব জানলে চমকে যাবেন!
এলাকাবাসীর দাবি, প্রায়শই ঐ আমবাগান এলাকায় একাধিক যুবকরা এসে মদ্যপান করে। তাই এলাকাবাসী এবং প্রশাসনের প্রাথমিক অনুমান মদের আসরে ওই যুবক খুন হয়ে থাকতে পারে।মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই স্পষ্ট বোঝা যাবে ওই যুবক খুন হয়েছে কিনা। তবে পুরো ঘটনার তদন্ত শুরু করেছে শান্তিপুর থানার পুলিশ। জেরে আতঙ্কিত গোটা এলাকাবাসী।
মৈনাক দেবনাথ