TRENDING:

Nadia News: পৌরসভার জায়গা দখল করে শপিংমলের পার্কিংজোন! যানজটে নাজেহাল রানাঘাটের মানুষ!

Last Updated:

Nadia News: এই শপিংমলে নিত্যদিন প্রচুর মানুষ আসেন কেনাকাটি করতে। যার জেরে শপিংমলের সামনে দিনরাত লেগে থাকে ভিড়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#রানাঘাট: প্রশাসনকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে পৌরসভার জায়গা দখল করে শপিংমলের গাড়ি পার্কিং! আর সেই কারণে ভুক্তভোগী হচ্ছে সাধারণ মানুষ। ঘটনাটি রানাঘাট থানার অন্তর্গত রানাঘাট চাবি গেট সংলগ্ন এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, রানাঘাট চাবি গেট সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে রয়েছে একটি নামজাদা শপিংমল। এই শপিংমলে নিত্যদিন প্রচুর মানুষ আসেন কেনাকাটি করতে। যার জেরে শপিংমলের সামনে দিনরাত লেগে থাকে ভিড়। আর সেই ভিড় সামাল দিতে রীতিমতো হিমশিম খেতে হয় প্রশাসনকে।
advertisement

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, রেলের পূর্বপাড় ও পশ্চিম পাড়ের অতি গুরত্বপূর্ণ রাস্তা সেন্ট্রাল গেট। ধানতলা, দত্তফুলিয়া, আইশমালিসহ বিস্তীর্ণ এলাকার মানুষজন এই রেলগেট পার হয়ে যাতায়াত করেন প্রতিদিন। পাশাপশি ওই সমস্ত এলাকা থেকে মুমূর্ষ রোগীকে বাঁচাতে হাসপাতালে নিয়ে যেতে এম্বুলেন্সও যাতায়াত করে এই রাস্তা দিয়ে। এই শপিং মলের সামনে প্রতিদিন  যানজটের সৃষ্টি হয় নিজস্ব পার্কিং না থাকার জন্যে। স্থানীয় বাসিন্দারা জানান রাস্তার অধিকাংশ জায়গাই অবৈধ ভাবে দখল করে পার্কিংয়ের ব্যবস্থা করেছে এই শপিংমল কতৃপক্ষ। যার ফলে নিত্যযাত্রীদের পাশাপাশি রোগী নিয়ে অ্যাম্বুলেন্স যেতেও একাধিক সমস্যার সম্মুখীন হতে হচ্ছে দিনের পর দিন।

advertisement

আরও পড়ুন: দেওয়া হয় রক্ত! ঝাড়গ্রামের দুর্গা পুজোর কাহিনি জানলে চমকে যাবেন! দেখুন ভিডিও

এ বিষয়ে রানাঘাট পৌরসভার চেযারম্যান জানান, ওই শপিং মলের সামনে প্রতিদিন ব্যাপক যানজট লেগেই থাকে। ওদেরকে বার বার বলা সত্বেও ওরা কর্ণপাত করেনি। ওরা অত্যন্ত গর্হিত কাজ করছে। আমরা অবশেষে একটা বিকল্প ব্যবস্থা করেছি। আশা করা যাচ্ছে দ্রুতই সমস্যার সমাধান করা হবে।

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
বাজারে ব্যাপক চাহিদা, তবুও মাথায় হাত! পান চাষ করে কেন সমস্যায় চাষিরা?
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: পৌরসভার জায়গা দখল করে শপিংমলের পার্কিংজোন! যানজটে নাজেহাল রানাঘাটের মানুষ!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল