বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো তার জন্য এতটাও ভাল যাবে অষ্টমী পর্যন্তও তা আশা করতে পারেননি নদিয়ার যুবক। আনারুল জানায় ছোটবেলা থেকেই কোটিপতি হওয়ার স্বপ্ন ছিল তার। সেই কারণে বিগত বেশ কয়েক বছর ধরেই লটারি কাটতেন তিনি। সেই লটারি কাটতে কাটতেই এমন নেশায় পরিণত হয়েছিল যার কারণে ভিটে মাটি যা কিছু ছিল হারিয়েছিলেন । নিজের বসতবাড়ি পর্যন্ত বিক্রি করে তার ঠাঁই হয়েছিল এক আত্মীয়র বাড়িতে।
advertisement
এরপরেই তিনি ঠিক করেন বাইরে চলে যাবেন কাজের সন্ধানে। তবে কাজে যাওয়ার আগে বড়আন্দুলিয়া বাসস্ট্যান্ডের কাছ থেকে তিনি কাটেন লটারির টিকিট, চেষ্টা করলেন শেষবারের জন্য নিজের ভাগ্য পরীক্ষা করতে। খরচ হল প্রায় ১৫০০ টাকার মত। আর সেই টিকিটেই বাজিমাত! রাতে লটারির ফলাফল বের হলে পরে তিনি দেখেন তিনি প্রথম পুরস্কার পেয়ে কোটিপতি হয়ে গিয়েছেন! এরপরেই খুশির জোয়ার নেমে আসে তার এবং তার পরিবারের মধ্যে। প্রথম পুরস্কার পাওয়ার সঙ্গে সঙ্গেই তিনি সোজা চলে যান পুলিশের কাছে নিরাপত্তার জন্য।
আরও পড়ুন: এক চার্জেই ১২ দিন! অন্য ফিচার? তাতেও তাক লাগাচ্ছে শাওমি স্মার্টব্যান্ড ৭ প্রো!
আনারুল জানান তিনি আর এরপর থেকে লটারি টিকিট কাটবেন না। এই টাকা দিয়ে একটি স্থায়ী ব্যবসা তিনি শুরু করবেন এবং তার মা, স্ত্রী ও সন্তানদের নিয়ে সুখে শান্তিতে বসবাস করবেন।
উল্লেখ্য, প্রায় দিনই লটারি কেটে কোটিপতি হওয়ার খবর শিরোনামে উঠে আসে। তবে এমন অনেক ব্যক্তিরাও আছেন যারা কোটি টাকার স্বপ্ন দেখে লটারির টিকিট ক্রমাগত কেটে হারিয়েছে নিজের সবকিছুই। এই বিষয়ে লটারি বিজেতা জানায়, "লটারি কাটার সময় মনে রাখতে হবে কখনও নিজের সঞ্চয় বিক্রি করে দেবেন না। তবে আমি এই লটারি দিয়েই সবকিছু ফেরত পেয়েছি।"
মৈনাক দেবনাথ