এছাড়াও তীব্র দাবদাহের মধ্যে রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়িগুলির পেট্রোল বা ডিজেল ট্যাঙ্কের সঙ্গে সংলগ্ন পাইপের মধ্যে যদি গ্যাস জমে যায়, তাহলে প্রচন্ড রৌদ্রের তাপে সেখান থেকে আগুন ধরার সামান্যতম সম্ভাবনা থেকে যায়। ব্যাটারি চালিত গাড়িগুলির ক্ষেত্রে সমস্ত পার্টস প্রতিদিন চেক করা উচিত।
আরও পড়ুন: টলি অভিনেত্রীর বাড়িতে প্রাক্তন স্বামীর হামলা! মা-বাবাকে ভয়াবহ অত্যাচার!
advertisement
এছাড়া আমরা মানুষকে রাস্তায় বেরোলে গ্লুকনডি বা নুন চিনির জল সঙ্গে নিয়ে বেরোনোর জন্য অনুরোধ করছি। আমরা আমাদের কাজ বাঁচিয়ে মাঝেমধ্যেই সামাজিক কিছু কাজকর্ম করার চেষ্টা করে থাকি। তীব্র দাবদাহ চলাকালীন সময়ে কোন গাড়ির পেট্রোল বা ডিজেল ট্যাঙ্ক সম্পূর্ণ ভর্তি করতে নিষেধ করছেন পাম্পের মালিক রতন পাল। তিনি জানিয়েছেন, ‘পেট্রোল বা ডিজেল ট্যাংক সম্পূর্ণ ভর্তি হলে পাইপের মাধ্যমে গ্যাস থেকে কোনও দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থেকেই যায়। তাই আমরা গরমকালে পেট্রোল বা ডিজেল ট্যাংক সম্পূর্ণ ভর্তি করতে বারণ করি। এছাড়া প্রচন্ড রোদের মধ্যে গাড়ি রাখাটা উচিত নয়। যতটা সম্ভব সাবধানতা অবলম্বন করাটাই ভালো।’
Mainak Debnath