এই অভিনব ফুচকা মিলছে নদিয়ার শান্তিপুরে। এই অত্যাধুনিক ফুচকাগাড়ি দামোদর সাহা কিনে নিয়ে এসেছেন শান্তিপুরবাসীর জন্য। তাঁর মতে, লাভ-লোকসানের হিসাব পরে হবে, শান্তিপুরবাসীকে নতুন কিছু উপহার দেওয়াই তাঁর প্রধান উদ্দেশ। তাই শুভ উদ্বোধনের দিন বিনামূল্যে ফুচকা খাওয়ার ব্যবস্থাও রাখেন তিনি।
প্রথম দিনেই রেকর্ড বিক্রি! আগামিদিনে মিলবে পুদিনা, স্ট্রবেরি, ম্যাংগো, ভ্যানিলা, চাইনিজ– এই আট ধরনের টক জল। রয়েছে চাইনিজ ফুচকা, দই ফুচকার মতো ১০টি বিভিন্ন স্বাদের ফুচকা। প্রথম দিনেই আট থেকে আশি ভিড় জমিয়েছিল এই ফুচকার দোকানে। দামোদরবাবু জানিয়েছেন, বিকেল চারটে থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকবে দোকান।
advertisement
Mainak Debnath
Location :
Kolkata,West Bengal
First Published :
Jul 18, 2023 6:44 PM IST





