ওই এলাকার বেশকিছু মানুষের উদ্যোগে পাঁচ টাকায় মানুষের নিত্য প্রয়োজনীয় বস্ত্র থেকে খাদ্য সামগ্রী সমস্ত কিছুর ব্যবস্থা করা হল রানাঘাটে। সামনেই পুজো আসন্ন। বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো ঘিরে উন্মাদনা রয়েছে আট থেকে আশি সকলের মধ্যে। তবে গত দুবছর লকডাউন ও করোনার কারণে অধিকাংশ মানুষ নিজের কর্ম হারিয়েছেন। সেই কারণে আর্থিক দিক থেকে অনেকেই বর্তমানে রয়েছেন দুর্বল।
advertisement
আর্থিক অসচ্ছলতার কারণে অনেকেই পরিবারের জন্য পুজোর নতুন জামা কাপড় কিনে উঠতে পারেননি। সেই কারণেই এমন অভিনব উদ্যোগ নিল তারা। মাত্র পাঁচ টাকাতেই পাওয়া যাচ্ছে চাল, ডাল , নিত্য প্রয়োজনীয়, জামাকাপড় এছাড়াও আরও অনেক কিছু! দুস্থ মানুষদের কিছুটা সাময়িক কষ্ট মেটাতেই এমন অভিনব উদ্যোগ নিল ওই বেশ কিছু মানুষেরা। তাদের এই উদ্যোগের ফলে খুশি স্থানীয় এলাকার দুঃস্থ মানুষেরা।
আরও পড়ুন: বার বার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকছে টাকা! লোন দেওয়ার নামে অভিনব প্রতারণার ছক!
এর আগেও একাধিক সমাজসেবামূলক কাজকর্ম তারা করে এসেছেন। মানুষ হয়ে মানুষের পাশে দাঁড়ানোই 'হিউম্যানিটির' মূল উদ্দেশ্য বলে জানালেন উদ্যোক্তারা। আগামী দিনেও বিপদে-আপদে মানুষের পাশে সর্বক্ষণ থাকবেন বলেও জানান তারা। তবে বর্তমানে তাদের পাঁচ টাকার শপিংমলে অগণিত মানুষের ভিড় দেখেই বোঝা যায় তাদের উদ্দেশ্য সফল।
Mainak Debnath