সেই কারণেই নদিয়ার কৃষ্ণগঞ্জের স্বর্ণখালি পাইকপাড়া ডুয়েট ক্লাবের পরিচালনায় স্বর্ণখালি হাই স্কুলের মাঠে দুদিনের আটদলীয় ফুটবল নকআউট প্রতিযোগিতার আয়োজন করা হল। স্বর্গীয় সমর বিশ্বাস ও স্বর্গীয় অমূল্য বিশ্বাসের স্মৃতিতেই এবারের ফুটবল প্রতিযোগিতার আয়োজন তাদের। এবারে নকআউট ফুটবল প্রতিযোগিতা ২৩ তম বর্ষে পদার্পণ করল বলে জানা যায়।
আরও পড়ুন- Health Tips: শুধু স্বাদের জন্য নয়, গুণেও একেবারে কামাল ‘এই’ আচার, ১০ মিনিটেই বানিয়ে নিন
advertisement
এদিনের ফুটবল প্রতিযোগিতায় দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গোটা মাঠ জুড়ে মাঠের কোনায় কোনায় ছিল দর্শকের ভিড়। উপস্থিত ছিলেন একাধিক গণ্যমান্য ব্যক্তিরাও। উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি। খেলোয়ারদের সাথে করমর্দন করে আমন্ত্রিত অতিথিরা। এরপর বিশাল আকার জাতীয় পতাকা মাঠে নিয়ে এসে গাওয়া হয় দেশের জাতীয় সংগীত। তারপরেই রেফারি হুইসেল বাজিয়ে শুরু করে এ দিনের খেলা।
আরও পড়ুন- Son Killed Father: বাবাকে কোপ, স্বামীকে বাঁচাতে গিয়ে আহত নিজের মা, নৃশংস কাজ ছেলের
কৃষ্ণগঞ্জ এস বি আই এর সি এস পি ও ন ঘরিয়া ক্লাবের মধ্যে ফাইনাল খেলা হয় এদিন। এবং এই খেলায় ন ঘরিয়া ক্লাব যেতে বলে জানা যায়। এদিনের এই খেলার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।
Mainak Debnath