TRENDING:

Nadia News: আট দলীয় ফুটবল ম্যাচ নদিয়ায়, অংশগ্রহণ করে বিদেশি খেলোয়াড়রাও

Last Updated:

আট দলীয় নকআউট ফুটবল ম্যাচে দর্শকের ভিড় ছিল চোখে পড়ার মতো

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নদিয়া: ফুটবল সকলেরই অত্যন্ত প্রিয় একটি খেলা, বিশেষ করে বাঙালির। বিবেকানন্দ বলেছেন গীতা পাঠ অপেক্ষা ফুটবল খেলা ভাল। ফুটবল খেললে দৈহিক ও মানসিক বিকাশ ঘটে মানুষের। আগে গ্রামে গঞ্জে পাড়ার মাঠে-ঘাটে ছোট থেকে বড় সকলেরই ফুটবল খেলা দেখা যেত। তবে বর্তমান সময়ে তরুণ প্রজন্ম ফুটবলের থেকে দূরে সরে যাচ্ছে। বাঙালির অত্যন্ত জনপ্রিয় খেলাকে সজীব রাখতে পাড়ায় পাড়ায় আয়োজন করা হয় ফুটবল প্রতিযোগিতা। যাতে ভবিষ্যৎ প্রজন্ম উৎসাহিত হয়ে আবারও ফিরে আসে ফুটবলের প্রেমে।
advertisement

সেই কারণেই নদিয়ার কৃষ্ণগঞ্জের স্বর্ণখালি পাইকপাড়া ডুয়েট ক্লাবের পরিচালনায় স্বর্ণখালি হাই স্কুলের মাঠে দুদিনের আটদলীয় ফুটবল নকআউট প্রতিযোগিতার আয়োজন করা হল। স্বর্গীয় সমর বিশ্বাস ও স্বর্গীয় অমূল্য বিশ্বাসের স্মৃতিতেই এবারের ফুটবল প্রতিযোগিতার আয়োজন তাদের। এবারে নকআউট ফুটবল প্রতিযোগিতা ২৩ তম বর্ষে পদার্পণ করল বলে জানা যায়।

আরও পড়ুন-  Health Tips: শুধু স্বাদের জন্য নয়, গুণেও একেবারে কামাল ‘এই’ আচার, ১০ মিনিটেই বানিয়ে নিন

advertisement

এদিনের ফুটবল প্রতিযোগিতায় দর্শকের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো। গোটা মাঠ জুড়ে মাঠের কোনায় কোনায় ছিল দর্শকের ভিড়। উপস্থিত ছিলেন একাধিক গণ্যমান্য ব্যক্তিরাও। উপস্থিত ছিলেন কৃষ্ণগঞ্জ থানার আইসি বাবিন মুখার্জি। খেলোয়ারদের সাথে করমর্দন করে আমন্ত্রিত অতিথিরা। এরপর বিশাল আকার জাতীয় পতাকা মাঠে নিয়ে এসে গাওয়া হয় দেশের জাতীয় সংগীত। তারপরেই রেফারি হুইসেল বাজিয়ে শুরু করে এ দিনের খেলা।

advertisement

আরও পড়ুন-  Son Killed Father: বাবাকে কোপ, স্বামীকে বাঁচাতে গিয়ে আহত নিজের মা, নৃশংস কাজ ছেলের

কৃষ্ণগঞ্জ এস বি আই এর সি এস পি ও ন ঘরিয়া ক্লাবের মধ্যে ফাইনাল খেলা হয় এদিন। এবং এই খেলায় ন ঘরিয়া ক্লাব যেতে বলে জানা যায়। এদিনের এই খেলার উন্মাদনা ছিল চোখে পড়ার মতো।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে থমকে দাঁড়াচ্ছেন পর্যটকরা! আচমকা আবার হলটা কী? কাতারে কাতারে মানুষ ছুটছে
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: আট দলীয় ফুটবল ম্যাচ নদিয়ায়, অংশগ্রহণ করে বিদেশি খেলোয়াড়রাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল