ঘটনাটি নদিয়ার শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালের। গত কয়েক মাস ধরে গোটা জেলা জুড়ে বেড়েই চলেছে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা, এক একটি সরকারি হাসপাতালের চিকিৎসকদের হতে হচ্ছে নাজেহাল। অনেকটাই ভোগান্তিতে পড়তে হচ্ছে রোগী পরিবার গুলিকে, বেডে জায়গা না থাকার কারণে মেঝেতেই শুয়ে চিকিৎসা চলছে অনেক ডেঙ্গি আক্রান্ত রোগীদের। কিন্তু সেই একই চিত্র ধরা পরল শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে।
advertisement
আরও পড়ুন:
একটি মহিলা ওয়ার্ডে রয়েছে ৪০টি বেড, আর ডেঙ্গি আক্রান্ত রোগী রয়েছে ৮০ জনের বেশি, তার মধ্যেও অন্যান্য রোগীদেরও চলছে চিকিৎসা। রোগী পরিবারদের দাবি, আরও বেড সংখ্যা বাড়লে হয়ত চিকিৎসা ক্ষেত্রে অনেকটাই সুবিধা হত রোগীদের। অন্যদিকে হাসপাতলে কর্মরত স্বাস্থ্য কর্মীদের দাবি, দিনরাত এক করে তারা কাজ করছেন, কিন্তু কিছুতেই সামাল দিতে পারছেন না। এখন একটাই দুশ্চিন্তা তাদের, প্রতিদিনই যেভাবে রোগীর সংখ্যা বাড়ছে কিভাবে তা সামাল দেবেন। যদিও রোগীদের সামলাতে গিয়ে নিজেরাও বেসামাল হয়ে যাচ্ছে বলে জানাচ্ছেন স্বাস্থ্যকর্মীরা।
Mainak Debnath