মালয়েশিয়ার বিখ্যাত টুইন টাওয়ারের আদলেই অবিকল তৈরি করা হয়েছে নদিয়ার কল্যাণীতে এই টুইন টাওয়ারটি। টুইন টাওয়ার বানানোর সময় থেকেই একাধিক মানুষের ভিড় লেগেছিল সেটি দেখার। পুজো কমিটি থেকে বাধ্য হয়েছিলেন মণ্ডপ তৈরি করার সময় ব্যারিকেট করে দিতে। তবে জানা যায় ইতিমধ্যেই মণ্ডপের কাজ সম্পন্ন হয়ে গিয়েছে। সেই কারণে সাধারণ মানুষদের জন্য খুলে দেওয়া হয়েছে পূজা মণ্ডপ।
advertisement
পুজো কমিটির পক্ষ থেকে জানা যায় প্যান্ডেলটি উচ্চতা ১৫২ ফুট এবং চওড়ায় ১৩০ ফুট। এর পাশাপাশি লাইট এবং সাউন্ডেরও ব্যবস্থা রয়েছে জোর কদমে। মহালয়ার দিনেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালি এই প্যান্ডেলের উদ্বোধন করেছেন বলে জানালেন পুজো কমিটির এক সদস্য।
আরও পড়ুন: কান্নায় ভেঙে পড়লেন মৃৎ-শিল্পীরা! একের পর এক মূর্তির ভয়াবহ অবস্থা করল দুষ্কৃতীরা!
উল্লেখ্য, গতবছর দুর্গাপুজোয় কলকাতার একটি ক্লাব তৈরি করেছিল সবথেকে উচ্চতম প্যান্ডেল বুর্জ খলিফা। সেই প্যান্ডেল দেখতে দেশের দুরদুরান্ত থেকে মানুষ এসেছিলেন কলকাতায়। এরপর ওই একই প্যান্ডেল তৈরি করা হয়েছিল কৃষ্ণনগরে জগদ্ধাত্রী পুজোয়। সেই প্যান্ডেল দেখতেও দর্শনার্থীদের আগ্রহ ছিল যথেষ্টই। তাই এবারের কল্যাণীর আইটিআই মোড়ের লুমিনাস সংঘের মালয়েশিয়া টুইন টাওয়ার কতটা সাড়া ফেলবে তা এখন কয়েক দিনের শুধু অপেক্ষা মাত্র।
Mainak Debnath