TRENDING:

Nadia News: মারা যাননি রবীন্দ্রনাথ! জীবিত প্রমাণ করার লড়াই চলছে! ঘটনা জানলে চমকে যাবেন

Last Updated:

Nadia News: মারা যাননি রনীন্দ্রনাথ! নিজেকে জীবিত প্রমাণ করতে মরিয়া লড়াই। যা ঘটছে জানলে অবাক হবেন!

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: না এটি কোন সিনেমার দৃশ্যপট নয়। তবে সিনেমার গল্পের থেকে কোন অংশেই কম যায় না এই ব্যক্তির জীবন। নদিয়ার ভীমপুর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা রবীন্দ্রনাথ। স্থানীয় সূত্রে জানা যায় ২০০১ সালে কৃষ্ণনগর ১ পঞ্চায়েত সমিতির ব্লক স্বর্ণজয়ন্তী গ্রাম স্বরোজগার যোজনার একটি কাজে যোগদান করেন ওই ব্যক্তি। কিন্তু ওই বছরই একটি পথদুর্ঘটনায় মারাত্মক ভাবে জখম হন রবীন্দ্রনাথ। চলার শক্তিও হারিয়ে যায়। এখনও শরীরের ৬০ শতাংশ জায়গায় সাড় নেই তাঁর।
নিজের সচিত্র পরিচয় পত্র হাতে নিয়ে রবীন্দ্রনাথ
নিজের সচিত্র পরিচয় পত্র হাতে নিয়ে রবীন্দ্রনাথ
advertisement

ভুল সরকারি নথির গেরোয় রোজগারের পথ খুইয়েছেন বলে অভিযোগ করেন তিনি। এছাড়াও তিনি জানান স্থানীয় ব্লক অফিসের অস্থায়ী কাজ থেকেও সরিয়ে দেওয়া হয়েছে তাঁকে। সংসার চালাতে দেনার ভারে ডুবে আছেন তিনি। তবুও অশক্ত শরীরে নিজেকে জীবিত প্রমাণের চেষ্টা এখনও চালিয়ে যাচ্ছেন বলে জানান তিনি।

রবীন্দ্রনাথের অভিযোগ, তিনি কাজ করতে অসমর্থ। এই কারণ দেখিয়ে ওই কাজ থেকে সরানোর চক্রান্ত হচ্ছিল। যদিও অভিজ্ঞতার ভিত্তিতে ২০০৩ সালে পদোন্নতি হয় রবীন্দ্রনাথের। কিন্তু কোনও এক অজানা কারণে সেই নির্দেশ ব্লক অফিসে এসেই আটকে যায়। আচমকাই কাজ হারান রবীন্দ্রনাথ।

advertisement

আরও পড়ুন: মাত্র কয়েক মিনিটেই কালো হবে পাকা চুল! হেয়ার কালার নয়! জানুন এই বিশেষ উপায়!

View More

কাজ হারিয়ে আইনি লড়াই শুরু করেন রবীন্দ্রনাথ। একে একে বিডিও, মহকুমাশাসক, জেলাশাসক-সহ একাধিক সরকারি দফতরে ছুটেছেন। অভিযোগ করেছেন, তাঁকে অন্যায় ভাবে কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এ নিয়ে তদন্তের আবেদন করেন। ২০০৫ সালে তৎকালীন জেলা প্রশাসন একটি তদন্তের নির্দেশ দেন। কিন্তু তার পরেই ঝটকা। রবীন্দ্রনাথের বরখাস্ত প্রসঙ্গে দফতরের পক্ষ থেকে জানানো হয়, ২০০৫ সালে মৃত্যু হয়েছে রবীন্দ্রনাথের।

advertisement

আরও পড়ুন: দক্ষিণী ছবি অস্কার পেল অথচ... বনি-বিতর্কে অকপট তাঁর ১ম নায়িকা! এখন কী করছেন তিনি

এ নিয়ে কৃষ্ণনগর এক নম্বর ব্লকের বিডিও পিন্টু ঘরামির সঙ্গে যোগাযোগ করলে তিনি বলেন, ‘‘অনেক দিন আগের ঘটনা। তবে শুনেছি মৃত্যুর শংসাপত্র নিয়ে কোনও একটা গণ্ডগোলের জেরে একটা সমস্যা হয়েছে। সেই সময় জেলা স্তর থেকে বেশ কিছু তদন্ত হয়েছিল। এর বেশি আমি কিছু জানি না।’’

advertisement

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: মারা যাননি রবীন্দ্রনাথ! জীবিত প্রমাণ করার লড়াই চলছে! ঘটনা জানলে চমকে যাবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল