নদিয়ার মাজদিয়ার আদিত্যপুর ইউনাইটেড ক্লাবের পক্ষ থেকে জগদ্ধাত্রী পূজা উপলক্ষে আয়োজন করা হল পুতুল নাচের। জগদ্ধাত্রী পুজোর পর পুতুল নাচের আয়োজন করা হলো পুজো কমিটির পক্ষ থেকে। এই পুতুল নাচ দেখতে রীতিমতো ভিড় জমিয়েছে আট থেকে আশি সকলেই।
আরও পড়ুন - টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে এসে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ক্রিকেটার
advertisement
পুতুল নাচ হ'ল থিয়েটার বা পারফরম্যান্সের একটি রূপ যেখানে পুতুলের মাধ্যমে কাহিনী বলা হয়। বাংলাদেশে এটি প্রচলিত একটি প্রাচীন ঐতিহ্য। গ্রামীণ জনপদে আবালবৃদ্ধ বনিতার বিনোদনে বিশেষ করে শিশুদের বিনোদনে পুতুল নাচ একটি গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
তবে বর্তমানে শিশু থেকে কিশোর সকলেই আধুনিক স্মার্টফোন ইন্টারনেটে মনোরঞ্জন করতে ব্যস্ত। সেই কারণে এই সমস্ত শিল্পী যারা অতীতে পুতুল নাচের মতো একাধিক লোকশিল্পকালা দেখাতেন তাদের আজ রোজগার খুবই সীমিত। বাংলার পুরনো ঐতিহ্যকে টিকিয়ে রাখতে এবং সেই সমস্ত মানুষগুলির পাশে দাঁড়াতে এগিয়ে এসেছে মাজদিয়া আদিত্যপুর ইউনাইটেড ক্লাব। তাদের এই মহান উদ্যোগকে কুর্নিশ জানিয়েছে সকল এলাকাবাসী।
Mainak Debnath