TRENDING:

Nadia News: যত রাগ কলাগাছে! রাতের অন্ধকারে কুকীর্তি, কৃষকের হাজার হাজার টাকার ক্ষতি করল কারা?

Last Updated:

জমিতে লাগানো কলা গাছের মধ্যে ৩০০ টি গাছ কেটে নষ্ট করে রাতের অন্ধকারে, আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০-৬০ হাজার টাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
চাকদহ: বিজেপির হয়েজয়লাভ করার পর থেকেই আসছিল হুমকি, বোর্ড গঠনের পর জয়ী প্রার্থীর ফল ধরা আনুমানিক ৩০০ টি কলা গাছ রাতের অন্ধকারে কেটে নষ্ট করার অভিযোগ এলাকার বেশ কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে।
advertisement

চরম অমানবিক রাজনৈতিক প্রতিহিংসা মূলক এই জঘন্য ঘটনাটি ঘটে নদিয়ার চাকদহ তাতলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতে ইটাপুকুর গ্রামে বিজেপির জয়ী সদস্য সুলেখা চৌধুরীর কলাবাগানে।

অভিযোগ, সেখানে বেশ কিছু দুষ্কৃতীরা দেড়বিঘে জমিতে লাগানো কলা গাছের মধ্যে ৩০০ টি গাছ কেটে নষ্ট করে রাতের অন্ধকারে, আর্থিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৫০-৬০ হাজার টাকা।

advertisement

View More

সুলেখা দেবী বলেন, “বিজেপির টিকিটে ভোটে জয় লাভের কারণে ফল প্রকাশের পরের দিন হঠাৎ রাতের অন্ধকারে বেশ কিছু শব্দবাজি একত্রিত করে ফাঠানো হয় আমার বাড়িতে’’ সুলেখা দেবীর স্বামী হরিশচন্দ্র চৌধুরী বেশ কয়েকজন রাজনৈতিক নেতাদের বিরুদ্ধে চাকদহ থানায় লিখিত অভিযোগ করেন বলে জানা যায় প্রশাসন সূত্রে।

আরও পড়ুন: মাত্র ১০০ টাকায় ইসিজি ও ছয়-রকম রক্ত পরীক্ষা! এই সুবিধা পেতে হলে জানুন কী করবেন!

advertisement

তিনি বলেন, “এর আগে বাড়িতে প্রচুর পরিমাণে শব্দবাজি এক সঙ্গে ফাটানোর প্রতিবাদে, এলাকার স্থানীয় এক নেতৃত্ব এসে শাসিয়ে গিয়েছিলেন। সুলেখা দেবীর অভিযোগ তাদের শাসিয়ে বলা হয়, “আমরা বাজি ফাটাতে যাব কেন? ক্ষতি করার হলে পুরো কলাগাছের বাগান কেটে সর্বনাশ করে দিতাম।”

ঘটনার পরিপ্রেক্ষিতে চাকদহ থানায় লিখিত অভিযোগ জমা করেন ওই জমির মালিক। তবে চাকদা থানার প্রশাসনের কাছে , ক্ষতিপূরণের বিচার চেয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করে, এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় রাখার অনুরোধ জানান ওই পরিবার। অভিযোগকারীদের পক্ষ থেকে অবশ্য এই অভিযোগ অস্বীকার করা হয়েছে।

advertisement

ব্যক্তিগত অথবা পারিবারিক শত্রুতাও হতে পারে বলে মনে করছেন তারা। এই ঘৃণ্য ঘটনায় তাদের কেউ যুক্ত থাকতে পারেনা বলেই জানিয়েছেন তারা। তবে পুলিশ প্রশাসনকে প্রকৃত দোষীদের খুঁজে বের করার দাবী তুলেছেন তাঁরাও।

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: যত রাগ কলাগাছে! রাতের অন্ধকারে কুকীর্তি, কৃষকের হাজার হাজার টাকার ক্ষতি করল কারা?
Open in App
হোম
খবর
ফটো
লোকাল