যেকোন বাস পরিষেবা চালু করার আগের দিন টিকিট বিক্রি করতে শুরু করা হয়। কতসংখ্যক টিকিট বিক্রি হয়েছে সেই অনুযায়ী সিদ্ধান্ত নিয়ে বাস পরিষেবা চালু করা হয়। ঠিক এমন ভাবেই লকডাউন এর সময়ও কলকাতা গামী বাস পরিষেবা চালু করা হয়েছিল। গতকাল সন্ধে সাতটা পর্যন্ত একজন প্যাসেঞ্জারও কলকাতাগামী বিশেষ বাস পরিষেবার টিকিট কাটতে আসেননি।
advertisement
আরও পড়ুনঃ রানাঘাটে রামকৃষ্ণ মন্দিরের ভিত্তি প্রস্তর স্থাপন
পরে আমরা কর্তৃপক্ষকে জানাতে বাধ্য হই যে যাত্রী না হওয়ার কারণে কলকাতাগামী বিশেষ বাস পরিষেবা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তা স্থগিত রাখতে। তবে বাস ইউনিয়নের কর্তৃপক্ষ তার থেকে জানা যায় কোন যাত্রী যদি কলকাতা যেতে চান তাহলে নবদ্বীপ থেকে বারাসাত গামী বাস রয়েছে সকাল ৭:৩০ মিনিটে। সেই বাসের ভাড়া রয়েছে ৯০ টাকা।
আরও পড়ুনঃ বৃদ্ধার অনুপস্থিতিতে বাড়িতে ঢুকে ঘর তছনছ করল দুষ্কৃতীরা
এবং বারাসাত থেকে নবদ্বীপ আসার বাস রয়েছে সকাল ১১:২০ মিনিটে। তবে বাস পরিষেবা চালু থাকলেও টানা চারদিন লোকাল ট্রেনের পরিষেবা বন্ধ থাকার ফলে নিত্যযাত্রীদের যাতায়াতের অসুবিধা থেকেই যাবে বলে আশা করা যায়।
Mainak Debnath