উল্লেখ্য এ বছর বৃষ্টিপাত কম হওয়ার কারণে পুকুরডোবা সমস্ত শুকিয়ে গেছে। সেই কারণে পাট চাষিরা বাধ্য হয়েই নদীতে পাট পচাচ্ছেন। পাট পচানোর পরে সেই পাট ছাড়িয়ে পাটের আঁশ রপ্তানি করে কৃষকেরা। তবে বর্তমানে অত্যাধুনিক পাটের আশ ছাড়ানোর মেশিন আসার ফলে কম সময়ের মধ্যেই কাঁচা পাটই ছাড়ানো যাবে নিমেষের মধ্যে। এ বিষয়ে সমাজসেবক ও চিকিৎসক ডক্টর যতন রায় চৌধুরী জানান, 'এবছর বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হওয়ার কারণে পাটচাষিরা বাধ্য হয়ে নদীতে পাট পচাচ্ছেন।
advertisement
আরও পড়ুনঃ শ্রাবণ মাসের শেষ সোমবার ভক্তদের ভিড় শিবনিবাস মন্দিরে
সেই কারণে নদীর জল দূষিত হচ্ছে। কিন্তু বাংলাদেশে বিগত বেশ কয়েক বছর আগেই পাট গাছ থেকে পাট ছাড়ানো এই অত্যাধুনিক যন্ত্র আবিষ্কার হয়ে গেছে এবং দক্ষিণ দিনাজপুরের একটি সংস্থার এই মেশিন বানাচ্ছে বলে যখন আমরা খোঁজ পাই তখন সেখান থেকে এই মেশিনটি আমরা নিয়ে আসি। এবং বিভিন্ন জায়গায় গিয়ে পাট চাষিদের এই মেশিনের কার্যকারিতা এবং এর উপকার সম্বন্ধে অবগত করাই। এই মেশিনের সাহায্যে অতি কম সময় কাঁচা অবস্থাতেই পাটের আঁশ ছাড়ানো সম্ভব হবে।'
Mainak Debnath