জানা যায় প্রায় তিন হাজার কিলো আম ইতিমধ্যেই বাংলা থেকে পৌঁছে গিয়েছে দিল্লির মাটিতে এবং আরও দেড় টন আম পাঠানোর পরিকল্পনা চলছে এই মেলায়।
আরও পড়ুন ঃ রোদ্দুর আছে কিন্তু ছায়া পড়ছে না, নদিয়ায় এ কী ঘটছে?
নদিয়ার শান্তিপুর থেকে, গৌতম ভৌমিক, বিগত তিন বছর যাবত এই মেলায় প্রতিনিধিত্ব করছেন। তিনি জানিয়েছেন, ১১ ই জুন থেকে আগামী ২০ শে জুন পর্যন্ত চলবে এই মেলা। তার নিজের গাছের সেরা আম উপস্থাপিত করতে পেরে তিনি খুশি। পশ্চিমবঙ্গ সরকারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই ব্যবস্থা করে দেওয়ার জন্য।
advertisement
তার বক্তব্য, এভাবে বিভিন্ন রাজ্যে যদি সরকারি তত্ত্বাবধানে মেলার আয়োজন করা যায়, এবং সেখানে প্রতিনিধিত্ব করা যায় তাহলে বাংলার আমের আরও সম্মান বৃদ্ধি হবে সারা ভারত জুড়ে। তবে শুধু তিনিই নন নদীয়া থেকে আরও বেশ কয়েকজন গেছেন বলে জানিয়েছেন আমাদের। এই উপলক্ষে তিনি শান্তিপুর থেকে আমের ঝুড়ি বুকিং করে ট্রেনেই রওনা দিয়েছিলেন।
Mainak Debnath