একজন চাষির বক্তব্য অনুযায়ী, এবারে লিচুর যোগান কম। তার উপর পরিপক্ক হওয়ার আগেই ঘূর্ণিঝড়ের ভয়ে গাছ থেকে লিচু পেড়ে ফেলতে হচ্ছে৷ এবং তা কম দামে বিক্রি করে দিতে বাধ্য হচ্ছেন আড়ৎদারদের কাছে। চাষিদের দাবি, এক ঝুড়ি লিচুর মূল্য যেখানে ২৫০০ থেকে ৩০০০ টাকা, সেখানে এখন ঘূর্ণিঝড়ের ভয়ে আগেভাগেই লিচু পেড়ে ১৫০০ থেকে ১৮০০ টাকায় বিক্রি করে দিচ্ছেন৷ এর ফলে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়ছেন তাঁরা৷
advertisement
গ্রীষ্মকালে আম, জাম, লিচু, কাঁঠালের চাহিদা থাকে খুবই বেশি। বিশেষত, জামাইষষ্ঠীর বাজারে আম ও লিচুর চাহিদা প্রতিবছরই থাকে বেশ ভালই। সেই সময় এই সমস্ত ফলের দাম তুলনামূলকভাবে বেশি৷ বিশেষ করে লিচুর৷ বেশ কয়েকদিন বৃষ্টি না হওয়ার ফলে গ্রীষ্মকালীন বিভিন্ন ফল যেমন আম লিচু ইত্যাদির ফলন নষ্ট হয়েছে৷ তাছাড়া, সূর্যের প্রখর দাবদাহে বেশিরভাগ লিচু ও আমের মুকুল গিয়েছে পুড়ে। সেই কারণে অন্যান্য বারের তুলনায় এবারে গ্রীষ্মকালীন ফল, চাহিদার তুলনায় যোগান কম হবে বলে জানালেন চাষিরা৷
Mainak Debnath