দীর্ঘ দু'বছর কোভিড মহামারী কাটিয়ে আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে কৃষ্ণনগরের ঐতিহ্য। পুজোর আগের দিন সন্ধ্যেবেলাতেই দর্শনার্থীদের ঢল চোখে পড়ার মতো। বুড়িমার গেটের বাইরে থেকেই অগণিত মানুষের ভিড় লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই। এ বছর প্রায় থেকে ৭-৮ কেজি সোনার অলংকার প্রতিমাকে পড়ানো হয়েছে। এ ছাড়াও ভক্তদের বেশ কিছু মানসিক অলংকার ও পড়ানো হয়েছে বলেও জানা গিয়েছে।
advertisement
আরও পড়ুনঃ কী কাণ্ড! রাজপথে নামলেন 'যমুনা ঢাকি'! নদিয়ার জগদ্ধাত্রী পুজোয় জনসমুদ্র
আনুমানিক কোটি কোটি টাকা মূল্যের সোনার অলংকার পরানো হয়েছে চাষাপাড়া বারোয়ারির বুড়িমাকে। সমস্ত অলংকারই সুরক্ষিতভাবে মজুত রয়েছে ব্যাঙ্কে। শুধু পুজোর তিনদিন পুলিশ প্রশাসনের করা নিরাপত্তার মাধ্যমেই এই সমস্ত সোনার অলংকার ব্যাঙ্ক থেকে নিয়ে এসে পরানো হয় বুড়িমাকে। পুজো সম্পন্ন হয়ে গেলে পুনরায় তা পুলিশের পাহারায় ব্যাঙ্কে রেখে দিয়ে আসা হয়।
আরও পড়ুনঃ খোকাবাবুর খেলাঘরের 'নায়ক' ভুবন! সুপারহিট যাত্রাপালার কয়েক ঝলক ফাঁস! দেখুন
দীর্ঘ দুবছর পর করোনা আবহ কাটিয়ে ঢাকের আওয়াজের সঙ্গে ফিরে এসেছে নদিয়ার সদর শহর কৃষ্ণনগরের জগদ্ধাত্রী পুজো। জেলা তথা রাজ্যের বাইরেও বহু দূর-দূরান্ত থেকে মানুষ এসেছেন একবার বুড়িমার দর্শন করতে। পুজোর আগের দিন রাত থেকেই রীতিমতো মানুষের ঢেউ দেখা গিয়েছে বুড়িমার মন্দিরে ঢোকার প্রবেশপথে।
পুলিশ প্রশাসনে অতি তৎপরতার সাথে ভিড় সামাল দিচ্ছেন। বেলা বাড়ার সঙ্গে সঙ্গেই কৃষ্ণনগরের রাজপথে গাড়ি, টোটো ইত্যাদির প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। বলা যেতে পারে দীর্ঘ দুই বছর পর আবারও পুরনো ছন্দে ফিরে এসেছে কৃষ্ণনগরের ঐতিহ্য।
Mainak Debnath