TRENDING:

Nadia News: কৃষ্ণগঞ্জে থানার মধ্যেই পুলিশ কর্মীদের ভাইফোঁটার আয়োজন

Last Updated:

কালী পুজো শেষ হতে না হতেই চলে আসে অন্যতম পবিত্র উৎসব ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আলোর উৎসব দীপাবলি। দীপাবলি যেতে না যেতেই শুরু হয়ে যায় ভাইফোঁটার ধুম। গোটা দেশ জুড়ে সমস্ত বোনেরা তাদের ভাইদের দেবেন ফোঁটা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কৃষ্ণগঞ্জ : কালী পুজো শেষ হতে না হতেই চলে আসে অন্যতম পবিত্র উৎসব ভাতৃদ্বিতীয়া বা ভাইফোঁটা। ইতিমধ্যেই সম্পূর্ণ হয়েছে আলোর উৎসব দীপাবলি। দীপাবলি যেতে না যেতেই শুরু হয়ে যায় ভাইফোঁটার ধুম। গোটা দেশ জুড়ে সমস্ত বোনেরা তাদের ভাইদের দেবেন ফোঁটা। ভাইদের সমস্ত বিপদ থেকে রক্ষা করতে এবং তাদের দীর্ঘায়ু কামনার জন্য বোনেরা এই দিন ভাইদের ফোঁটা দেন। এই রীতিই চলে আসছে বহু যুগ যুগান্তর ধরে। ভাইফোঁটার দিন সকালে সকল বোনেরা তাদের ভাইদের দীর্ঘায়ু কামনার জন্য ভাইদের কপালে চন্দনের ফোঁটা দেন।
advertisement

তবে বেশ কিছু ভাই বোনেরা তাদের নিজের কর্তব্যের কারণে এর কাছ থেকে ভাইফোঁটা নেওয়ার সৌভাগ্য হয় না। বিশেষ করে পুলিশ আধিকারিকদের উৎসব পার্বনে ছুটি না থাকার কারণে তারা যেতে পারেন না নিজেদের আপনজনের কাছে। ফলে ভাই ফোঁটা নেওয়ার সৌভাগ্য তাদের হয় না। সেই কারণেই নদিয়ার কৃষ্ণগঞ্জ থানা নিল এক মহান উদ্যোগ। নদিয়ার কৃষ্ণগঞ্জ থানার উদ্যোগে আয়োজন করা হল কৃষ্ণগঞ্জ থানায় ভাইফোঁটা উৎসব। এদিন কৃষ্ণগঞ্জ থানার সকল মহিলা পুলিশ কর্মীরা সকল পুরুষ পুলিশ কর্মীদের ভাইফোঁটা দেন।

advertisement

আরও পড়ুনঃ কৃষ্ণনগরে প্রতিমা বিসর্জনে গিয়ে বচসার জেরে খুন দমকল কর্মী!

নিজের ভাইদের ভাই ফোঁটা না দিলেও নিজের কর্তব্যে এসে একাধিক ভাইদের ভাইফোঁটা দিয়ে খুশী সকল মহিলা পুলিশ কর্মীরা। এদিন কৃষ্ণগঞ্জ থানা পুলিশ আধিকারীক বাবিন মুখার্জি জানান, "আমরা যারা পুলিশ অফিসার আছি তারা উৎসবের দিন সাধারণত ছুটি পাই না। এখানে যারা মহিলা ও পুরুষ পুলিশ কর্মীরা রয়েছেন তারা ডিপার্টমেন্টাল ভাই বোন। আর ভাইফোঁটা ভাই বোনের এক পবিত্র অনুষ্ঠান। সেই কথা চিন্তা করেই আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি।"

advertisement

View More

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
Nadia News: কৃষ্ণগঞ্জে থানার মধ্যেই পুলিশ কর্মীদের ভাইফোঁটার আয়োজন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল