TRENDING:

JU Student Death: যাদবপুরের মৃত ছাত্রের জন্মদিনে শোকে পাথর পরিবার, চোখের জলে ছেলের ছবিতে মালা দিলেন মা

Last Updated:

JU Student Death: সাবালক হওয়ার শুভদিনে আজ সেইই নেই! জন্মদিনে ছবিতে মালা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নদিয়া: সাবালক হওয়ার শুভদিনে আজ  আর নেই! জন্মদিনে ছবিতে মালা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়ল পরিবার। গত ৯ আগস্ট বুধবার যাদবপুরের হোস্টেলে মৃত্যু হয় বাংলা বিভাগের প্রথম বর্ষের ছাত্রের। বাড়ি ছিল তার নদিয়ার বগুলায়।‌ ৩১ অক্টোবর ছিল তার জন্মদিন। এদিন ছাত্র নাবালক থেকে সাবালক হওয়ার কথা ছিল অর্থাৎ ১৮ বছরে পা দিত সে। তার জন্মদিনে সে যে নেই তার পরিবারের সঙ্গে। কিন্তু ১৮ বছরের জন্মদিন নিয়ে কতই না পরিকল্পনা ছিল তার। জন্মদিনের দিন সকলেই আনন্দ করে। কিন্তু তার জন্মদিনে যেন শোকের ছায়া পড়ল তার পরিবারে। মৃত ছাত্রের মা তার ফটোতে রজনীগন্ধার মালা ও তার ভাই মিষ্টির প্লেট সাজিয়ে তার জন্মদিন পালন করল এদিন।
advertisement

সে বরাবরই আনন্দ করতে পছন্দ করে বলে জানালেন তার মামা। কোনও অনুষ্ঠান বা পুজোতে সে ও তার পরিবার একসঙ্গে আনন্দ করত। গত বছর জন্মদিনে তার পরিবার ও তার মামার বাড়ির সকলে খুবই হৈচৈ করেছে বলে জানান তার মামা। কিন্তু এ বছর তার জন্মদিনে সে নিজেই নেই তার পরিবারের সঙ্গে। কিন্তু আজ তার জন্মদিনে কিছুই হচ্ছে না বরং সারা পরিবারে যেন তার জন্মদিন নিয়ে শোকের ছায়া পড়ে গিয়েছে।

advertisement

আরও পড়ুন-কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস অবাক করা তথ্য

আরও পড়ুন- বিছানায় ‘এটা’ই বেশি ব্যবহার করেন রণবীর! বিচ্ছেদের পরও ‘এক বাক্স’ উপহার দিতে চেয়েছিলেন দীপিকা, কী জানেন?

View More

জানা যায়, মৃত ওই ছাত্রের খুব ইচ্ছা ছিল ১৮ বছর পূর্ণ হলে তার ভোটার কার্ড হবে। তারপর সে একজন নিজে ভোটার হবে। তার মা নিজেই ডিএলএ তে কাজ করেন, তার মাকে বারবার ভোটার কার্ড নিয়ে নানা রকমের প্রশ্নও ছেলে করত বলে জানান তিনি। তার মা বলেন ছেলে সবকিছুই খেতে পছন্দ করত, বিশেষত সে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করত। কিন্তু আজ সে তার পরিবারের সঙ্গে না থাকায় তাকে শুধু জল মিষ্টিতেই সন্তুষ্ট করা হয়েছে ।

advertisement

সন্তান ছাড়া মায়ের কোল নিঃস্ব। তার মা, তার জন্মদিনের দিন সকলের কাছে একটাই প্রার্থনা করছে তার সন্তানের মৃত্যুর জন্য যারা দায়ী তারা যেন সকলেই চরম শাস্তি পান। তারা যদি সঠিক শাস্তি পান তাহলেই তার সন্তানের আত্মা শান্তি পাবে। মৃত ওই ছাত্রের মামাও একই দাবি করছেন এই শোকের দিনে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

Mainak Debnath

বাংলা খবর/ খবর/নদিয়া/
JU Student Death: যাদবপুরের মৃত ছাত্রের জন্মদিনে শোকে পাথর পরিবার, চোখের জলে ছেলের ছবিতে মালা দিলেন মা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল