সে বরাবরই আনন্দ করতে পছন্দ করে বলে জানালেন তার মামা। কোনও অনুষ্ঠান বা পুজোতে সে ও তার পরিবার একসঙ্গে আনন্দ করত। গত বছর জন্মদিনে তার পরিবার ও তার মামার বাড়ির সকলে খুবই হৈচৈ করেছে বলে জানান তার মামা। কিন্তু এ বছর তার জন্মদিনে সে নিজেই নেই তার পরিবারের সঙ্গে। কিন্তু আজ তার জন্মদিনে কিছুই হচ্ছে না বরং সারা পরিবারে যেন তার জন্মদিন নিয়ে শোকের ছায়া পড়ে গিয়েছে।
advertisement
আরও পড়ুন-কোটি কোটি টাকার সম্পত্তির মালিক কীভাবে হলেন ঐশ্বর্য? ৫০-এর জন্মদিনে ফাঁস অবাক করা তথ্য
জানা যায়, মৃত ওই ছাত্রের খুব ইচ্ছা ছিল ১৮ বছর পূর্ণ হলে তার ভোটার কার্ড হবে। তারপর সে একজন নিজে ভোটার হবে। তার মা নিজেই ডিএলএ তে কাজ করেন, তার মাকে বারবার ভোটার কার্ড নিয়ে নানা রকমের প্রশ্নও ছেলে করত বলে জানান তিনি। তার মা বলেন ছেলে সবকিছুই খেতে পছন্দ করত, বিশেষত সে বিরিয়ানি খেতে খুবই পছন্দ করত। কিন্তু আজ সে তার পরিবারের সঙ্গে না থাকায় তাকে শুধু জল মিষ্টিতেই সন্তুষ্ট করা হয়েছে ।
সন্তান ছাড়া মায়ের কোল নিঃস্ব। তার মা, তার জন্মদিনের দিন সকলের কাছে একটাই প্রার্থনা করছে তার সন্তানের মৃত্যুর জন্য যারা দায়ী তারা যেন সকলেই চরম শাস্তি পান। তারা যদি সঠিক শাস্তি পান তাহলেই তার সন্তানের আত্মা শান্তি পাবে। মৃত ওই ছাত্রের মামাও একই দাবি করছেন এই শোকের দিনে।
Mainak Debnath