ঘটনাটি শান্তিপুর ব্লকের বোয়ালিয়া এলাকার। আক্রান্ত গৃহবধূ শিপু মণ্ডলের অভিযোগ, প্রায় দিনই তাঁর স্বামী অকারণে তাঁর ওপর শারীরিক এবং মানসিক অত্যাচার করে, একাধিকবার প্রতিবাদ করেছেন তিনি। তার বদলে স্বামীর হাতে খেয়েছেন বেধড়ক মার, তবুও মুখ বুজে সহ্য করেছেন একমাত্র সংসার করার তাগিদে। এদিন অত্যাচারের মাত্রা বেড়ে যায় তার ওপর, আবারও প্রতিবাদ না করে থাকতে পারেননি গৃহবধূ শিপু মন্ডল।
advertisement
অভিযোগ স্বামী বাবলু মণ্ডল প্রথমে শুরু করে বেধড়ক মারধর, এরপর মাথা দেয় ফাটিয়ে। রক্তাক্ত অবস্থায় একাই যান শান্তিপুর হাসপাতালে চিকিৎসার জন্য। খবর শুনে গৃহবধূর শশুর বাড়িতে আসে বাপের বাড়ির লোকজন, তারপর গৃহবধূকে মারধরের ঘটনা নিয়ে প্রতিবাদ করেন তারাও।
এই ঘটনায় থানার দারস্ত হয় আক্রান্ত গৃহবধূ শিপু মণ্ডল-সহ তাঁর বাপের বাড়ির লোকজন, এরপর অভিযুক্ত স্বামী বাবলু মন্ডলের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করে থানায়। যদিও অভিযোগের ভিত্তিতে তদন্তে নামে শান্তিপুর থানার পুলিশ। গৃহবধূর দাবি, তার স্বামী যেভাবে প্রতিনিয়ত অত্যাচার করে আসছে তা সহ্যের বাইরে। তাই পুলিশিই এখন একমাত্র আস্থা বলে মনে করছেন আক্রান্ত গৃহবধূ।
Mainak Debnath