আরও পড়ুন: শ্রীরামপুর ওয়ালসে ২৪ শয্যার সিসিইউ চালু
বিষমুক্ত খাদ্য বাজারে এসে ক্রেতাদের সঙ্গেও কথা বলেন বিদেশি কৃষি বিজ্ঞানীদের এই দলটি। এখানকার কৃষকদের সঙ্গে তাঁরা নিজেদের দেশের কৃষি পদ্ধতি ও এখানকার কৃষি পদ্ধতির মধ্যে পার্থক্য নিয়ে আলোচনা করেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে পরস্পরের মধ্যে মতের আদান-প্রদান হয়।
advertisement
সেঁজুতি প্রকৃতি বিদ্যাশ্রম পরিচালিত শান্তিপুরের শিশু-কিশোর গ্রন্থাগারও ঘুরে দেখেন তাঁরা৷ শিশুদের কৃষিবিদ্যা শিক্ষা কেমন চলছে তা দেখে অত্যন্ত আনন্দ পেয়েছেন বলেই জানিয়েছেন কৃষি বিজ্ঞানীদের দলটি৷ এদিন উপস্থিত ছিলেন অর্ধেন্দু শেখর চট্টোপাধ্যায়, তেৎসুও সুসুমি, মহম্মদ বেলাল হোসেন, পরিমল কুমার রায়, অসীমা বিশ্বাস, তরুণ দাস প্রমুখ অতিথিবৃন্দ ৷ শৈলেন চন্ডী, সাধন কুন্ডু, তপন দাস, সমাদৃতা বিশ্বাস, অর্ণব বসাক সহ ১৭ জন শিশু কিশোর আলাপচারিতায় অংশ নেয়।
মৈনাক দেবনাথ