ঠিক তেমনই পুলিশের আরও এক ভিন্ন রূপ দেখলেন কৃষ্ণগঞ্জবাসী। পুলিশদের রক্তদান শিবিরে একাধিক বার উঠে এসেছে খবরের শিরোনামে। এছাড়াও একাধিক সমাজ সচেতনতামূলক কাজেও পুলিশদের নিযুক্ত থাকতে দেখা যায়। এবার নদিয়ার কৃষ্ণগঞ্জ পুলিশ আধিকারিকদের উদ্যোগে আয়োজন করা হল বিনা মূল্যে চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবির। শুধু তাই নয়, চক্ষু পরীক্ষা শিবিরের সঙ্গে সঙ্গে বিনামূল্যে চোখের প্রয়োজনীয় চশমা এবং দরকার পড়লে অপারেশনের ও দায়িত্বভার গ্রহণ করা হল।
advertisement
আরও পড়ুনঃ ইসকন মন্দিরের রাধাষ্টমী উৎসব দেখতে হাজারো ভক্তের ভিড়
দু:স্থ মানুষদের অনেকেরই চোখ পরীক্ষা কিংবা অপারেশন এমনকি প্রয়োজনীয় চশমা টুকু কেনার পর্যন্ত সামর্থ্য থাকে না। সেই কারণেই দুঃস্থ মানুষদের পাশে দাঁড়াতে এগিয়ে এলেন কৃষ্ণগঞ্জের পুলিশেরা। এদিন কৃষ্ণগঞ্জ এলাকার বিভিন্ন মানুষেরা এই চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবিরে এসে নিজেদের চোখ পরীক্ষা করাতে দেখা যায়। একটি বেসরকারি আই হসপিটালের সহযোগিতায় এই চক্ষু পরীক্ষা কেন্দ্র শিবিরের আয়োজন করলেন কৃষ্ণগঞ্জ থানার পুলিশেরা। পুলিশের এই অনন্য ভূমিকায় খুশি আপামর কৃষ্ণগঞ্জবাসী।
Mainak Debnath