Nadia: ইসকন মন্দিরের রাধাষ্টমী উৎসব দেখতে হাজারো ভক্তের ভিড়
- Published by:Soumabrata Ghosh
Last Updated:
মহাসমারোহে আজ নদিয়ার মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে পালিত হচ্ছে রাধাষ্টমীর অনুষ্ঠান। বিগত দুবছর করোনা আবহে ধর্মীয় নিয়ম রক্ষার্থে রাধাষ্টমীর অনুষ্ঠান হলেও তা সম্পূর্ণভাবে ছিল বর্ণহীন।
#মায়াপুর : মহাসমারোহে আজ নদিয়ার মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে পালিত হচ্ছে রাধাষ্টমীর অনুষ্ঠান। বিগত দুবছর করোনা আবহে ধর্মীয় নিয়ম রক্ষার্থে রাধাষ্টমীর অনুষ্ঠান হলেও তা সম্পূর্ণভাবে ছিল বর্ণহীন। অতিমারির কারণে দর্শনার্থীদের মন্দির প্রাঙ্গণে প্রবেশের উপর নিষেধাজ্ঞা জারি করেছিল ইসকন কর্তৃপক্ষ। পরিস্থিতির স্বাভাবিক হওয়ার ফলে এই বছর মায়াপুর ইসকন মন্দিরের রাধাষ্টমীর অনুষ্ঠান এক আলাদা মাত্রা এনে দিল। গতকাল অধিবাসের মধ্যে দিয়ে মন্দির প্রাঙ্গণ শুভ সূচনা হয় রাধাষ্টমীর অনুষ্ঠানের। কাক ভোরে হিন্দু শাস্ত্রীয় রীতিনীতি মেনে ভগবান রাধা কৃষ্ণের মঙ্গলারতি করেন মন্দিরের ভক্তবৃন্দরা। এরপর করা হয় রাধাকৃষ্ণের বিদ্রোহের মহা অভিষেক।
দেশ-বিদেশ থেকে অসংখ্য ভক্তের সমাগম ছিল মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে। মন্দির কর্তৃপক্ষ সূত্রে খবর অনুযায়ী জন্মাষ্টমীর থেকেও বেশি দর্শনার্থীদের আগমন হয়েছে রাধাষ্টমীর দিনে। তার প্রধান কারণ রাধাষ্টমী রবিবার তথা ছুটির দিন হওয়ায় ভক্ত ও দর্শনার্থীদের ভিড় ছিল তুলনামূলকভাবে বেশি। এছাড়াও নানাবিধ ধর্মীয় অনুষ্ঠানের মধ্য দিয়ে সারাদিনব্যাপী পালিত হবে রাধাষ্টমীর অনুষ্ঠান। অনুষ্ঠানটি চলবে রাত দশটা টা পর্যন্ত।
advertisement
আরও পড়ুনঃ মুখ্যমন্ত্রীর বাড়তি অনুদানের ফলে খুশি জেলার ব্যবসায়ীরা
রাধাষ্টমী অনুষ্ঠানকে কেন্দ্র করে দেশ বিদেশ থেকে হাজার হাজার দর্শকবৃন্দের সমাগম ঘটেছে মায়াপুর ইসকন মন্দির প্রাঙ্গনে। দূর দুরান্ত থেকে আগত ভক্তবৃন্দদের মধ্যে বিনামূল্যে মহাপ্রসাদ বিতরণ করার ব্যবস্থা রয়েছে ইসকনের পক্ষ থেকে বলে এই দিন জানান মায়াপুর ইসকন মন্দিরের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস মহারাজ। সুতরাং বলা যেতে পারে দীর্ঘ দুই বছর পর আবারও স্বাভাবিক ছন্দে ফিরে এসেছে মায়াপুর ইসকন মন্দির।
advertisement
advertisement
Mainak Debnath
Location :
First Published :
September 05, 2022 1:53 PM IST